নারায়ণগঞ্জ ঘটনায় বিএনপির সম্পৃক্ততা থাকতে পারে :আমু
বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, নারায়ণগঞ্জের অপহরণ ও খুন-গুমের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা থাকতে পারে। কারণ বিএনপির নেতাদের খুন-গুমের মাধ্যমে সরকার পতনের আন্দোলনের কথা বলার পরপরই যখন নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় গুম-খুন হয়, তখন সেখানে তাদের সম্পৃক্ততা থাকা অমূলক নয়। তাই এসব ঘটনার দায় বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির হোসেন আমু বলেন, নারায়ণগঞ্জের এ হত্যাকাণ্ডে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়। বিষয়টি তদন্তাধীন থাকায় বেশি কিছু বলতে চাই না।
শিল্পমন্ত্রী বলেন, ২০০১ এর নির্বাচনে জয়ের পর বিএনপি আহসান উল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগ ও সংখ্যালঘুদের ওপর চরম নির্যাতন করেছে। বহু মানুষকে অপহরণ ও গুম করা হয়। তাই তাদের মুখে গুম-অপহরণ নিয়ে সমালোচন মানায় না। তিনি বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে আন্দোলন করেছে তার মূল উদ্দেশ্য ছিল দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা। এখন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ দলটির নেতারা ইতিহাস বিকৃতির নতুন তথ্য দিয়ে আবারো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে তারেক রহমান টঙ্গীতে খোয়াব ভবন করেছিলেন। ওই খোয়াব ভবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় আহসান উল্লাহ মাস্টারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আহসান উল্লাহ মাস্টারের ছেলে সংসদ সদস্য জাহিদ আহসান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আক্তারুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম প্রমুখ।
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেছেন, 'র্যাবের কেউ জড়িত থাকলে তাকে রক্ষার চেষ্টা করব না, বিভাগীয় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।' তিনি কি এ প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন?