The Daily Ittefaq
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩, ২৮ অগ্রহায়ণ ১৪২০, ০৮ সফর ১৪৩৫
সর্বশেষ সংবাদ জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ বারিধারার বাসা থেকে আটক | রবিবার দেশব্যাপী জামায়াত এর সকাল-সন্ধ্যা হরতাল | গণভবনে রওশন এরশাদ | কাদের মোল্লার ফাঁসি রাত ১০টা ১ মিনিটে কার্যকর সম্পন্ন | লক্ষ্মীপুরে সংঘর্ষে নিহত ৫, গুলিবিদ্ধ ৫০

প্রাথমিকে আংশিক প্রশ্ন ফাঁস হয়েছে, পরীক্ষা বাতিল হবে না

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

ইত্তেফাক রিপোর্ট

সম্প্রতি শেষ হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইংরেজি ও বাংলা বিষয়ের প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এর মধ্যে ইংরেজি প্রশ্নে শতকরা ৮০ ভাগ এবং বাংলায় শতকরা ৫০ ভাগ মিল পাওয়া গেছে বলে কমিটির তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

গতকাল বুধবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়ে বলেন, আংশিকভাবে প্রশ্ন ফাঁস হয়েছে, তবে এতে পরীক্ষায় কোন প্রভাব পড়বে না। তবে ইংরেজি বিষয়ে উত্তরপত্র মূল্যায়নে শিশুরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের স্বার্থে এ পরীক্ষা বাতিল করা হবে না বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, সারাদেশে নয়, প্রশ্ন ফাঁস হয়েছে কেবল ঢাকা, খুলনা, সাতক্ষীরা ও দিনাজপুর এ চার জেলায়। কোচিং সেন্টার ভিত্তিক একটি চক্র এর সঙ্গে জড়িত। ময়মনসিংহের কোচিং সেন্টার এবং প্রশ্নপ্রত্র প্রণয়নকারী প্রতিষ্ঠান 'জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি'র (নেপ) কয়েকজন কর্মকর্তা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে তাদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এটি আংশিক ফাঁস, সার্বিক ফলাফলে প্রভাব ফেলবে না ।

সংবাদ সম্মেলনে গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর -
font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
'সংকট নিরসনে সংলাপ চালিয়ে যেতে দুই দল সম্মত হয়েছে বলে জানিয়েছেন তারানকো।' আপনি কি মনে করেন এর মাধ্যমে সমঝোতা হবে?
4 + 9 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
জুন - ১৯
ফজর৩:৪৪
যোহর১২:০০
আসর৪:৪০
মাগরিব৬:৫১
এশা৮:১৬
সূর্যোদয় - ৫:১২সূর্যাস্ত - ০৬:৪৬
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: ittefaq.adsection@yahoo.com, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: ittefaqpressrelease@gmail.com
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :