দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, ধর্মীয় ও ব্যবসা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে গত রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের প্লাস দ্য রিপাবলিক স্কয়ারে 'চেতনায় বাংলাদেশ' নামক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির সমাগম হয়। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশগ্রহণ করে গণজাগরণ মঞ্চ ফ্রান্স, উদীচী শিল্পী গোষ্ঠী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স, প্রজন্ম ৭১, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ত্রিরত্ন বাংলা বুদ্ধিষ্ট এসোসিয়েশন, আওয়ামী লীগ ফ্রান্স শাখাসহ প্রবাসী বাংলাদেশিদের অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাকর্মীগণ। সমাবেশে বক্তব্য রাখেন চেতনায় বাংলাদেশ-এর সংগঠক রজত রায়, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিলুর রহমান জামিল, গণজাগরণ মঞ্চ ফ্রান্স শাখার সংগঠক শরীফ আহমেদ, লিটন হাসান, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, আওয়ামী লীগ ফ্রান্স শাখারসহ সভাপতি এম এ কাশেম, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা কামরুল হাসান বকুল, এটিএন বাংলার সংবাদদাতা দেবেশ বড়ুয়া, চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী আজামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নারকীয় হামলাকারী মৌলবাদী অপশক্তি ও তাদের দোসরদের কঠোর শাস্তির দাবি জানান।