The Daily Ittefaq
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪, ১১ মাঘ ১৪২০, ২২ রবিউল আওয়াল ১৪৩৫
সর্বশেষ সংবাদ বিশ্ব ইজতেমা শুরু, তুরাগ তীরে মুসল্লিদের ঢল | ইজতেমা প্রাঙ্গণে ২ মুসল্লির মৃত‌্যু | বিএনপিকে নাকে খত দিতে হবে : আমু | দশম জাতীয় সংসদের চিফ হুইপ হলেন আ স ম ফিরোজ | দখলকারী শক্তি পরাভূত হবেই: খালেদা জিয়া

নির্বাচনে হলফনামার জন্য ইসিতে দুদকের চিঠি

ইত্তেফাক রিপোর্ট

সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্যসহ মোট সাত ভিআইপির অবৈধ সম্পদ অনুসন্ধানে নির্বাচন কমিশনের কাছে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে তাদের জমা দেয়া হলফনামা তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক থেকে নির্বাচন কমিশন বরাবর ৭ টি পৃথক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচন কমিশনকে আগামী সপ্তাহের মধ্যে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের এবং ২০১০ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামাসহ এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র পাঠিয়ে দিতে বলা হয়েছে।

সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের এসব সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ প্রায় অর্ধশত নেতার বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়ে গণমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তা আমলে নিয়েই দুদক অনুসন্ধান কাজ শুরু করে। প্রাথমিক পর্যায়ে এই সাতজনের সম্পদ খতিয়ে দেখলেও ভবিষ্যতে এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে দুদকের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

এই পাতার আরো খবর -
font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'এই সরকারের আয়ু এক বছরও হবে না।' আপনিও কি তাই মনে করেন?
4 + 1 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
আগষ্ট - ৪
ফজর৪:০৭
যোহর১২:০৫
আসর৪:৪২
মাগরিব৬:৪৩
এশা৮:০২
সূর্যোদয় - ৫:২৯সূর্যাস্ত - ০৬:৩৮
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :