কামরুল হাসান দিপু
প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ
গ্রীন ফিল্ড কলেজ,ঢাকা
ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী বন্ধুরা,
প্রশ্নকাঠামো অনুযায়ী ক, খ ও গ তিনটি প্রশ্নই সম্পূর্ণ উদ্দীপক নির্ভর গাণিতিকি আকারে হবে। কোনো তত্ত্বীয় প্রশ্ন হবে না।
পরীক্ষায় সৃজনশীল পদ্ধতি প্রণয়নের ফলে ৯টি সৃজনশীল প্রশ্ন থেকে ৬টি প্রশ্নের সমাধান করতে হবে। কাজেই শুরু থেকে সময় ভাগ করে নিয়ে প্রশ্নের সমাধান করতে হবে।
কোনো অঙ্কের সমাধান যদি পৃষ্ঠার মাঝখানেও শেষ হয় তবে পরবর্তী পৃষ্ঠা হতে অন্য অঙ্কের সমাধান শুরু করতে হবে।
অঙ্কের নির্ভুল সমাধান দিতে হবে। বানানের বিশুদ্ধতা রক্ষা করতে সচেষ্ট হবে। কারণ পরীক্ষায় বানান ভুলের জন্য নম্বর কাটা যায়।
হিসাববিজ্ঞান একটি প্রায়োগিক বিষয়। পর্যাপ্ত অনুশীলন করলে এই বিষয়ে ভালো নম্বর পাওয়া যাবে।
হিসাববিজ্ঞানে 'ক' অংশে দুটি চূড়ান্ত হিসাব থাকবে, এখানে নিট ক্রয়, নিট বিক্রয়, নিট দেনাদার, নিট পাওনাদার, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বিলম্বিত বিজ্ঞাপন ও বিক্রীত পণ্যের ব্যয় সম্পর্কে ভালোভাবে ধারণা নেবে। 'খ' অংশে সাতটি অঙ্ক থেকে তোমাদের চারটি অঙ্কের উত্তর দিতে হবে। এখানে মূলধনের পরিমাণ নির্ণয়, প্রারম্ভিক মূলধন, স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়, চালান, ক্যাশমেমো, ভাউচার, মোট কারবারি বাট্টার পরিমাণ, ব্যাংকে জমা টাকার পরিমাণ, মুখ্য ব্যয় ও পারিবারিক তহবিল নির্ণয় ভালোভাবে শিখতে হবে।
(ক) বিভাগে দুটি চূড়ান্ত হিসাব থাকবে যা তোমাদের বাধ্যতামূলক উত্তর করতে হবে। চূড়ান্ত হিসাবের ২০ নম্বর নিশ্চিত করার জন্য নিম্নোক্ত সমন্বয়গুলো ভালো করে অনুশীলন করবে।
(১) সম্পনী মজুদ পন্য ১৫,০০০/- টাকা যার মধ্যে ৫০০- টাকা অব্যবহূত মনিহারী অন্তর্ভুক্ত আছে। (২) বিজ্ঞাপনের অংশ বিলম্বিত করতে হবে। (৩) দেনাদারের ২০০০/- টাকা আদায় যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে।
(৪) অগ্রীম বিমা সেলামী ১০০০/- টাকা।
(৫) শিক্ষানবিস শেলামী ৫ বছরের জন্য।
(৬) জীবন বীমার প্রিমিয়াম প্রদান ২০০০/- টাকা।
(৭) মূলধনের উপর ১০% সুদ ধরতে হবে।
(৮) স্থায়ী সম্পত্তির উপর ৮% অবচয় নির্নয় করতে হবে।
(খ) বিভাগের ৪০ নম্বর নিশ্চিত করার জন্য জাবেদা, নগদান বই, রেওয়ামিল, উত্পাদন ব্যয় বিবরণী এবং পারিবারিক বাজেটের অংকগুলো বেশি করে অনুশীলন করবে।
গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় পাদটিকা ব্যবহার গুরুত্বপূর্ণ কারণ পাদটিকার ব্যবহারে তোমাদের পূর্ণাঙ্গ নম্বর প্রাপ্তি নিশ্চিত করনে সহায়তা করবে। ব্যবসায় পরিচিতি এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ে এ+ নিশ্চিত করার জন্য তোমরা পাঠ্য বই ভালো করে পড়বে।