We use cookies to tailor your experience, measure site performance and present relevant advertisements. By clicking the 'ok' button, you agree that cookies can be placed in accordance with our
Privacy Policy.
আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুর জেলার কালীগঞ্জে মাঘ মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া পৌষ মেলা ক্রমেই জমে উঠছে। ৭ দিনের আয়োজনের শুরু থেকে মেলাটি প্রাণ খুঁজে না পেলেও দিন যত যাচ্ছে ক্রমেই মেলা ফিরে পাচ্ছে তার হারানো জৌলুস। সরেজমিনে উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরের পৌষ মেলায় গিয়ে দেখা যায়, সাধারণ মানুষদের উপচে পড়া ভীড়। আর শীতলক্ষ্যা নদীর তীরের জনপদ উত্সবের আমেজে রঙ্গিন হয়ে উঠেছে। দোকানিরা মেলার মাঠে খেলনার পসরা সাজিয়ে বসেছে। দুপুর শেষ হতেই মেলা প্রাঙ্গণে ছুটাছুটি শুরু করেছে শিশু-কিশোররা। শিশুরা বড়দের কাছে বায়না ধরছে তাদেরকে নানা রঙের পুতুল, টমটম গাড়ি, চড়কি ও বেলুন কিনে দেয়ার জন্য। পাশাপাশি শিশুদের বাবারা কিনে নিচ্ছেন দৈনন্দিন ব্যবহার্য কাঠ-বাঁশ-বেতের তৈরি আসবাবপত্র ও মাছ ধরার সরঞ্জাম। আর মায়েরা কিনছেন মাটির হাড়ি, পিঠা তৈরির সাঝ, পিড়ি, মালসা, জলচৌকি, রান্নার তৈজসপত্রসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে রাজনৈতিক অনিশ্চয়তা কাটবে না। এতে অর্থনীতি দীর্ঘ মেয়াদি সংকটে পড়বে।' আপনিও কি তাই মনে করেন?