দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা গতকাল বৃহস্পতিবার পিএসসি পরীক্ষায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ ৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয়ের সভাপতি এস এম দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ উর রহমান। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম সরকার, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।
করিমগঞ্জ বাজারে দুর্ধর্ষ চুরি
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা গত বুধবার গভীর রাতে করিমগঞ্জ বাজারে বিদ্যুত্ ভবন নামে এক ইলেক্ট্রনিক্সের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দোকানের চালের টিন খুলে ঘরে ঢুকে ৩৪ টি মোবাইল সেটসহ দুই লক্ষাধিক টাকার ইলেক্ট্রনিক্সের মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা হয়েছে। উল্লেখ্য, এক মাসের ব্যবধানে করিমগঞ্জ বাজারে একই কায়দায় চালের টিন খুলে একটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানে চুরি সংঘটিত হয়।
ভাণ্ডারিয়ায় তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন
ভাণ্ডারিয়া (পিরোজপুর)সংবাদদাতা ভাণ্ডারিয়া জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গত বুধবার রাতে আট দিনব্যাপী বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ জাকির হোসেন নিজাম, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী ও ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার। এ ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষসহ কয়েক হাজার ধর্মপ্রাণ লোক দোয়ায় শরিক হন।
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পাকুন্দিয়া শাখা অনুমোদন
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দীন পাঠান কিশোরগঞ্জ জেলা, পাকুন্দিয়া উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। মোঃ শেখ নুরুল হক (রিপন) আহবায়ক ও যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম (জহির), মোঃ শহিদুল্লাহ, মোঃ কামরুল ইসলাম, মোঃ হিরণ মিয়া, মোঃ কামরুল ইসলাম-২, মোঃ আমিনুল ইসলাম (বুলবুল), মোঃ বিপ্লব খান, মোঃ কাঞ্চন মিয়া, মোঃ কাজল মিয়া, সদস্যবৃন্দ- মোঃ রতন মিয়া, মোঃ বুলবুল মিয়া, মোঃ আল-আমিন, মোঃ আব্দুল হাই, মোঃ শরীফ উদ্দিন প্রমুখ। প্রধান উপদেষ্টা এ্যাড. মোঃ সোহরাব উদ্দীন সংসদ সদস্য (কিশোরগঞ্জ-২), উপদেষ্টা এ্যাড. ওবায়দুল্লাহ, এ্যাড. মুখলেছুর রহমান (বাদল), এ. কে এম ফজলুল হক (বাচ্চু) বীর মুক্তিযোদ্ধা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, কমান্ডার পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মোঃ রফিকুল ইসলাম (রেনু), মোঃ মোতায়েম হোসেন (স্বপন), আলহাজ্ব মোঃ আব্দুল আউয়াল। — প্রেস বিজ্ঞপ্তি
ইসলামপুরে বাঁধন সোসাইটির নির্বাচন সম্পন্ন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে মঙ্গলবার বাঁধন সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। এতে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন মো. কামরুল ইসলাম ও আতাউর রহমান। এতে আক্তারুজ্জামান ১৫ ভোট পেয়ে সভাপতি এবং কিসমত পাশা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবীনগরে মা সমাবেশ
নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 'শিশুরাই গড়বে সোনার বাংলা' এই শ্লোগানকে সামনে রেখে ব্রা?হ্মবাড়িয়ার নবীনগরে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সকল 'মা'দের এক মিলন মেলা নবীনগর উত্তর সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গতকাল বর্ণাঢ্য আয়োজনে এ "মা" সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনৈতিক, আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ফুল মিয়া। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মোঃ দুলাল মিয়া, গোলনাহার বেগম, লক্ষ্মী রানী দেব, সালেহা খাতুন, কামাল হাযদার মার্শেকী, নিয়তি রানী সাহা, ফয়জুননাহার, শরিফা আফরোজ, শিপা খানম, রত্না বেগম, রিফাতজাহান, বাবুল আক্তার, আফরোজা খানম প্রমুখ।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'উপজেলা নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।' আপনিও কি তাই মনে করেন?