The Daily Ittefaq
ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০১৪, ৯ ফাল্গুন ১৪২০, ২০ রবিউস সানী ১৪৩৫
সর্বশেষ সংবাদ নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩ | শাহ আমানতে সাড়ে ১০ কেজি সোনা আটক | একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

দেখা হয় নাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার

বাংলাদেশজুড়েই ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য প্রাকৃতিক আর মনুষ্যনির্মিত দর্শনীয় স্থান। মূলত এই স্থানগুলোর কথা মাথায় রেখেই প্রতি শুক্রবারের আয়োজনে থাকছে একটি করে দর্শনীয় স্থানের বিবরণ। আর আজ এতে প্রকাশিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার-এর কথা।

বাংলাদেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা ও অমর একুশের চেতনাকে লালন করে যেসব শহীদ মিনার স্থাপিত হয়েছে তারই মধ্যে অনন্য এক শহীদ মিনার হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারটি। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত এই শহীদ মিনারটিই হলো দেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার। শহীদ মিনারটির স্থপতি ছিলেন শিল্পী রবিউল হোসাইন। নানা স্থাপত্য তাত্পর্যমণ্ডিত এই শহীদ মিনারটিতে ভূমি থেকে ৭১ ফুট উঁচু তিনটি ত্রিভূজাকৃতির স্তম্ভের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিষয়টিকে প্রকাশ করা হয়েছে। ত্রিভূজাকৃতি স্তম্ভ তিনটি প্রতিদিকে ৫২ ফুট এবং এটি ৫২ ফুট ব্যাসের ইটের চত্বরের ওপর স্থাপিত। মূলত ত্রিভুজের প্রতিটি বাহু এবং মঞ্চের এই ব্যাসের মধ্য দিয়েই ৫২'র ভাষা আন্দোলনের চেতনাকে ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ যে আটটি বছর আমাদের চূড়ান্ত বিজয় অর্জনে ভূমিকা রেখেছে সেই ১৯৪৭, ১৯৫২, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০ ও ১৯৭১ সালকে ফুটিয়ে তোলার জন্য ৫২ ফুট ব্যাসের মঞ্চের শুরুতেই আটটি সিঁড়ি রয়েছে। অন্যদিকে যে তিনটি স্তম্ভ বহুদূর থেকেই মানুষের চোখে পড়ে সেই তিনটি স্তম্ভের একটি বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি এবং অপর দুইটি মানুষ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব-অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিনিধিত্ব করে।

font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'উপজেলা নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।' আপনিও কি তাই মনে করেন?
5 + 1 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
অক্টোবর - ২৫
ফজর৪:৪৪
যোহর১১:৪৩
আসর৩:৪৭
মাগরিব৫:২৮
এশা৬:৪১
সূর্যোদয় - ৬:০০সূর্যাস্ত - ০৫:২৩
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :