চ্যানেলে চ্যানেলে স্বাধীনতার রং
স্বাধীনতার উচ্ছ্বাসে এ দেশের ছোটপর্দায় প্রতি বছরই থাকে নানা বর্ণিল আয়োজন। চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, নাচ, আবৃত্তি, গান ও আড্ডা অনুষ্ঠানগুলোতে উঠে আসে আমাদের স্বাধীনতার কথা। ইতিহাস ও বাস্তবতার মিশেলে এইসব আয়োজন দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকেই ছড়িয়ে দেওয়ার প্রয়াস থাকে সবার মধ্যে।
দৈনিক ইত্তেফাক-এর বিনোদন প্রতিদিনও স্বাধীনতার রঙেই রঙিন হয়ে পাঠকদের সামনে হাজির হয় প্রতিবছর। আমাদের এবারের আয়োজনটিও সেই ধারাবাহিকতারই প্রকাশ। ছোটপর্দার বিশেষ আয়োজনসহ অন্যান্য বিশেষ অনুষ্ঠানের খোঁজখবর দিয়েই সাজানো হলো আয়োজনটি।
১. কক্ষপথের যুদ্ধ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একুশে টেলিভিশনে আজ রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'কক্ষপথের যুদ্ধ'। নাটকটি পরিচালনা করেছেন তাহের শিপন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি, দীপা খন্দকার, মাজনুন মিজানসহ আরও অনেকে।
২. অন্তরাল
আজ চ্যানেল নাইনের রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক 'অন্তরাল'। রুম্মান রশীদ খানের রচনা ও নুজহাত আলভী আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন—রাইসুল ইসলাম আসাদ, সজল, বিন্দু।
৩. খুঁজে বেড়াই তাকে
দেশ টিভিতে আজ রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'খুঁজে বেড়াই তাকে'। নাজাকাত খান ও আকরাম খানের রচনা এবং আকরাম খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন—নায়লা আজাদ নুপুর, আরমান পারভেজ মুরাদ, নাজাকাত খান, সামিয়া সাঈদ প্রমুখ।
৪. এবং
একুশে টেলিভিশনে আজ সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'এবং'। নাটকটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সুমাইয়া শিমু, তানিয়া আহমেদসহ আরও অনেকে।
৫. হূদয়ে ৭১ (চলচ্চিত্র)
এটিএন বাংলায় আজ দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা ছায়াছবি 'হূদয়ে ৭১'। রোকেয়া ইসলামের কাহিনীতে চলচ্চিত্রটির কাহিনী বিন্যাস ও সংলাপ রচনা করেছেন মীর্জা রাকিব। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ইমন, রুমানা, আন্না, সাগর, সাইফ খান, রাখী, শহীদুল আলম সাচ্চু, হীরা, আশরাফ কবীর, আব্বাসউল্লাহ, মারুফ, আমীর, উদয় খান, নিশু রহমান প্রমুখ।
৬. বিজয়
এসএ টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক 'বিজয়'। এটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। এতে অভিনয় করেছেন—অপূর্ব, জাকিয়া বারী মম মম, ম. আ. সালামসহ আরও অনেকে।
৭. যুদ্ধ ও জোনাকি
বাংলাভিশনে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'যুদ্ধ ও জোনাকি'। নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রিচি সোলায়মান, এমিলিন (ফ্রান্স), আরিয়ান প্রমুখ।
৮. আলোছায়া
এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক 'আলোছায়া'। চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, রিচি সোলায়মান, দিতি, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।
৯. চোর না ডাকাত
এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'চোর না ডাকাত'। ফেরদৌস হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, আহমেদ রুবেল, সুমাইয়া শিমু, আবদুল্ল¬াহ রানা, সালে সোহেল প্রমুখ।
১০. শহীদ মোসাম্মত্ কুলসুম বেগম
জিটিভিতে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'শহীদ মোসাম্মত্ কুলসুম বেগম'। এটি রচনা করেছেন আল মনসুর। কমল চাকমার পরিচালনায় এতে অভিনয় করেছেন—শশী, রওনক হাসান, সাজ্জাদ রেজা, ঝুনা চৌধুরী প্রমুখ।
১১. দাগ
আরটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'দাগ'। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবীব মাসুদ। এতে অভিনয় করেছেন—তারিক আনাম খান, তিশা প্রমুখ।