We use cookies to tailor your experience, measure site performance and present relevant advertisements. By clicking the 'ok' button, you agree that cookies can be placed in accordance with our
Privacy Policy.
দেশের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় ৫৮ জন আহত হয়েছেন। কয়েকটি স্থানে বাড়িঘর-দোকানে ভাংচুর, লুটপাট চালানো হয়। অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, মিঠামইন উপজেলা সদরে নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার কয়েক দফায় জজ মিয়া ও নবী হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্রুপই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদে বিজয়ী অ্যাডভোকেট আব্দুস শাহিদ ভুঁইয়ার সমর্থক। গত শনিবার নির্বাচনের আগের দিন প্রচারণা নিষিদ্ধ থাকলেও অধিক আনুগত্য প্রদর্শনের জন্য উভয় গ্রুপই বাজারে মিছিল করার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচনে জামায়াত প্রার্থী জয় লাভ করার পর বিজয় মিছিল থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও শিশু সংগঠনের কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ পাঁচজন আহত হন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চরতি ইউনিয়নের তুলাতুলি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা জানান, নির্বাচনোত্তর সংহিসতায় গত তিন দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭ জন আহত হয়েছেন। এছাড়া ৫০টি দোকান ও ২টি বসতঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সালথা ফরিদপুর সংবাদদাতা জানান, গতকাল মঙ্গলবার সালথায় পান্নু শেখ নামে বিএনপির এক সমর্থককে পিটিয়ে আহত করেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা।
মু্ন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মাহবুব আলম জোটন (২২) নিহতের প্রতিবাদে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে জনতা। বিকাল সাড়ে ৩টার দিকে জোটনের লাশ মহাসড়কের মধ্যপাড়া নামক স্থানে রেখে ব্যারিকেড সৃষ্টি করা হয়। এতে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পুলিশের হস্তক্ষেপে বিকাল ৪টায় অবরোধ তুলে নেয়া হয়। সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মাহবুব আলম জোটন মারা যান।
এদিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বেজগাও ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে আওয়ামী লীগ বিএনপি সমর্থক দু' দল গ্রামবাসির সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। আহত ৬ জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়। শৈলকুপা থানার এস আই দাউদুল আলম জানান, মঙ্গলবার বিকালে দু' দল ঢাল, শড়কি, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গ্রামে পুলিশ মোতায়েন আছে।