বান্দরবানে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সীমান্তে নিহত পাইনছড়ি ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি (বর্ডার গার্ড অব পুলিশ)। শনিবার বিকাল পৌনে ৬ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি সীমান্তের ৫২ নম্বার সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ফরিদের কাছে লাশ হস্তান্তর করেন। কক্সবাজার সেক্টর কমান্ডারের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি লাশ আনতে গিয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম। বিজিবি সেক্টর কমান্ডার জানান, শনিবার দুপুরে নিহত বিজিবি সদস্য মিজানুর রহমানের লাশ ফেরত দেয়ার কথাছিল। বিজিবি প্রতিনিধি দল লাশ আনতে কয়েক দফায় সীমান্তে গেলেও তারা লাশ দেয়নি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াত্ মুহাম্মদ সাঈদুল ইসলাম জানান, পাইনছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের বিজিপি সদস্যদের গুলিতে নিহত বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ ফেরত দিয়েছে। একই কথা জানিয়েছেন দৌছড়ি ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ।
স্থানীয়রা জানান, দৌছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্তে শনিবার দুপুরেও গোলাগুলির ঘটনা ঘটেছে। মিয়ানমার সীমান্তরক্ষীরা ২০/২৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে। মিয়ানমার সীমান্তে বিজিপি'র পাশাপাশি ঐ দেশের সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। দৌছড়ি, পাইনছড়ি, তুমব্রু এবং বাইশফাঁড়ি সীমান্তের মিয়ানমার পয়েন্টে এখন অবস্থান করছে ঐ দেশের ভারি অস্ত্রশস্ত্রে সেনাবাহিনী। সীমান্ত অঞ্চলের আতঙ্কিত বাসিন্দারা দূর-দূরান্তে আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
কক্সবাজার ১৭ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, সীমান্ত এলাকার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমার নিয়ন্ত্রণাধীন ১৮ হতে ৪০ নং সীমান্ত পিলার পর্যন্ত এবং যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সতর্ক রাখা হয়েছে। তিনি বলেন, মিয়ানমার আগে থেকেই তাদের সীমান্তের অভ্যন্তরে সেনা বাহিনী মোতায়েন করেছে।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লুত্ফর করীম জানান, নাইক্ষ্যংছড়ি থেকে থানছি পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বিওপিগুলোতে বিজিবি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মওজুদ করা হয়েছে অস্ত্রশস্ত্র-গোলাবারুদ। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বাত্মক প্রস্তুত রয়েছে। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হলেও সর্বাত্মক সতর্কাবস্থায় রয়েছেন বিজিবি সদস্যরা।
প্রসঙ্গত: গত বুধবার সকালে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সীমান্তে বিজিবি টহল দলের উপর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে পাইনছড়ি ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক মিজানুর রহমান নিহত হন।