ব্রাজিল বিশ্বকাপ ফুটবল নিয়ে গোটা ফুটবল দুনিয়ার মতো বাংলাদেশের বর্তমান ও সাবেক ফুটবলাররও মেতে থাকবেন। সে রকম দশজনের মতামত নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন
বড় ভাইয়ের দেখাদেখি মুক্তিযোদ্ধার গোলকিপার আমিনুল হক ব্রাজিলের সমর্থক। সক্রেটিস, পেলে, জিকোর কথা শুনে আরো উদ্বুদ্ধ হয়ে ব্রাজিল প্রেমে মজেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক গোলকিপার আমিনুল। বলছিলেন ৮৬ বিশ্বকাপ ফুটবলে এসে আমি দিয়েগো ম্যারাডোনার নাম শুনলাম তখন তো আমি ব্রাজিলকে সমর্থন করি।
দেশের আরেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য ব্রাজিলের সমর্থক। শেখ রাসেল অধিনায়ক বিপ্লব বলেন, আমার কাছে হারজিত বড় কিছু না। আমি ভাই সুন্দর ফুটবলে পূজারী। ব্রাজিল সুন্দর ফুটবল খেলে। আমি ব্রাজিলের সমর্থক।
ব্রাজিলের সমর্থক জাতীয় দলের ফুটবলার তকলিস আহমেদ। এর কারণ নেইমার তকলিসের প্রিয় ফুটবলার।
মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলি আর্জেন্টিনার সমর্থক। ম্যারাডোনাই হচ্ছে এমিলির ভালোবাসা। এমিলি বললেন, ম্যারাডোনার নাম শুনতে শুনতে আর্জেন্টিনার সমর্থক হয়েছি। আর আমি যেহেতু পেশাদার ফুটবলার নিজে খেলছি তাই মেসির প্রতিও আছে আমার ভালোবাসা।' মুক্তিযোদ্ধার অধিনায়ক মারুফ আহমেদ আর্জেন্টিনার সমর্থক ছিলেন। এখন তিনি স্পেনের সমর্থক। মারুফ বললেন, কারণ স্পেনের আধুনিক খেলাটাই এখনকার ফুটবল কোচরা পছন্দ করেন। কোচরা এই খেলাটা অনুসরণ করেন। তাই আমি স্পেনকে সমর্থন করি।'
আর্জেন্টিনার সমর্থক জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম বাতিস্তুতার খেলা দেখে আগ্রহটা বেড়েছিল। শেখ জামালের অধিনায়ক মামুনুল ইসলাম বললেন, ম্যারাডোনার খেলা টুকটাক দেখেছি। আসলে আর্জেন্টিনা দেশটাই আমার মনে ধরে গেছে। সে কারণে আমি এই দেশের সমর্থন করি। আর ফেভারিটের তালিকায় মেসি তো আছেই।'
বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন নেদারল্যান্ডসের সমর্থক। সালাহউদ্দিন বলেন, এই দেশটির ছন্দময় খেলা আমার ভালো লাগে। জোহান ক্রুইফ আমার ফেভারিট খেলোয়াড়। জানি আমার প্রিয় দল চ্যাম্পিয়ন হতে পারবে না। তারপরও নেদারল্যান্ডসের পতাকা আমার হাতে থাকবে।' সালাহউদ্দিনের মতে আর্জেন্টিনা ব্রাজিলের একটি চ্যাম্পিয়ন হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন।
নেদারল্যান্ডসের আরেক সমর্থক খন্দকার ওয়াসিম ইকবাল। কারণটা বললেন, ৭৪ বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডস যে নৈপুণ্য দেখিয়েছে তাতে ফুটবল দুনিয়াকে ২০ বছর এগিয়ে দিয়ে গেছে তারা।' ওয়াসিমের মতে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হতে পারবে না। কারণ এখনকার দলটির পক্ষে চ্যাম্পিয়নের মঞ্চ পর্যন্ত যাওয়া সম্ভব নয় বলে ওয়াসিমের ধারণা।
ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে আবহওয়া অনেক দলের জন্য সমস্যা হবে মনে করছেন সাবেক তারকা স্ট্রাইকার সালাম মুর্শেদী। তিনি বলেন ব্রাজিলের আবহাওয়ার সাথে মানিয়ে নেয়াটা কঠিন হবে।' ছন্দময় ফুটবল খেলার কারণে ব্রাজিলের সমর্থক সালাম মুর্শেদী। তিনি বলেন, 'ব্রাজিল ছন্দময় ফুটবল খেলে। কিন্তু কোন দল হবে এ প্রসঙ্গে বললেন, এটা বলা কঠিন।'
ব্রাজিলের সমর্থক সাবেক তারকা স্ট্রাইকার শেখ আসলাম। তিনি বলেন, আমি ব্রাজিলের নান্দনিক ফুটবলের ভক্ত।' আসলাম নিজের দলকে বলেছেন হট ফেবারিট। একই সাথে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকেও আমল দিচ্ছেন এক সময়ের দেশের সেরা স্ট্রাইকার আসলাম।