The Daily Ittefaq
ঢাকা, বৃহস্পতিবার ১২ জুন ২০১৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪২১, ১৩ শাবান ১৪৩৫
সর্বশেষ সংবাদ দেশে সংকট নেই, বিএনপিই মহাসংকটে : নাসিম | রাঙ্গামাটির নানিয়ারচরে পাহাড়ি দুই গ্রুপের 'বন্দুকযুদ্ধে' নিহত ২ | হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে ৫ বিচারপতির শপথ গ্রহণ | দেশে ফিরলেন সোমালিয়ায় অপহৃত ৭ বাংলাদেশি নাবিক

তারকাদের প্রিয় দল

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ২০তম আসর। তাই তো ফুটবল ম্যানিয়া এখন বিশ্বজুড়ে। সেই দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। প্রতিটি অঙ্গনে বিশ্বকাপ ফুটবল নিয়েই আলোচনা। আমাদের এবারের আয়োজনে উঠে এসেছে শোবিজ অঙ্গনের তারকাদের বিশ্বকাপে পছন্দের দল ও খেলোয়াড়দের কথা। জানাচ্ছেন

খালেদ আহমেদ

মাহফুজ আহমেদ

জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মাহফুজ আহমেদের পছন্দের দল ব্রাজিল। তিনি জানালেন, ছোটবেলা থেকেই এই দলের ভক্ত। বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখার সময় তার ভেতর আনন্দ কাজ করে। বিশেষ করে ব্রাজিলের কোনো খেলোয়াড় যখন প্রতিপক্ষকে গোল দেয়, তখনকার আনন্দটা বলে বোঝানো মুশকিল। বিশ্বকাপের খেলাগুলো তিনি বাসায় বসেই দেখতে চান। তবে খেলার দিন শুটিং থাকলে কাজের ফাঁকেই খেলা দেখবেন বলে জানালেন। এশিয়ার কোনো দল যদি বিশ্বকাপের শিরোপা জয় করতে পারত তবে তার ভালো লাগত। তার মতে এবার ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই দলটি বিশ্বকাপের শিরোপা জয় করলেই তিনি আনন্দিত হবেন।

ফারাহ রুমা

অভিনেত্রী ফারাহ রুমার পছন্দের দল আর্জেন্টিনা। সেই ছোটবেলা থেকেই এই দলের প্রতি তার দুর্বলতা। বিশেষ করে ম্যারাডোনার খেলা তাকে মুগ্ধ করত। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার সময় মনের ভেতর উত্তেজনা কাজ করে বলে জানালেন। তার মতে আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড় খুবই ভালো খেলে। শুটিং থাকে বলে সব খেলা দেখা সম্ভব হয় না। তবে এবার শেষের খেলাগুলো দেখার চেষ্টা করবেন। তার মতে এবার আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই দলটি বিশ্বকাপের শিরোপা জয় করতে পারলেই তিনি বেশি খুশি হবেন।

হোমায়রা হিমু

অভিনেত্রী হোমায়রা হিমুর পছন্দের দল আর্জেন্টিনা। সেই ছোটবেলা থেকেই এই দলের প্রতি তার দুর্বলতা। তার মতে আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড় খুবই ভালো খেলে। তবে মেসির খেলা দেখে তিনি বেশি মজা পান। বিশ্বকাপের খেলাগুলো তিনি বাসায় সব সদস্যের সাথেই দেখতে চান। আর খেলার সময় শুটিং থাকলে কাজের ফাঁকের ইউনিটের সবার সাথে মজা করে খেলা উপভোগ করবেন। হিমু চান তার পছন্দের দল আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জয় করুক।

জ্যোতিকা জ্যোতি

এবারের বিশ্বকাপে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির কোনো পছন্দের দল নেই। তার মতে ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থক হয়ে কোনো লাভ নেই। বিশ্বকাপে যদি বাংলাদেশ থাকত তবে অবশ্যই আমি বাংলাদেশ দলের সাপোর্ট করতাম। বিশ্বকাপ খেলা দেখব। যারা ভালো খেলবে, তার মধ্যে কোনো একটা দলকে সাপোর্ট করব। এখনও বুঝতে পারছি না, সেই দল কোনটা।

সুমাইয়া শিমু

অভিনেত্রী সুমাইয়া শিমুর পছন্দের দল আর্জেন্টিনা। সেই ছোটবেলা থেকেই এই দলের প্রতি তার দুর্বলতা। তার মতে আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড় খুবই ভালো খেলে। তবে মেসির খেলা তিনি বেশি মজা পান। বিশ্বকাপের খেলাগুলো তিনি বাসায় সব সদস্যের সাথেই দেখতে চান। আর খেলার সময় শুটিং থাকলে কাজের ফাঁকের ইউনিটের সবার সাথে মজা করে খেলা উপভোগ করবেন। শিমু চান তার পছন্দের দল আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জয় করুক।

বিদ্যা সিনহা মিম

লাক্সতারকা মিমের পছন্দের দল ব্রাজিল। শুধু তার নয়, পরিবারের সবার পছন্দও একই। ব্রাজিল দলের গোছানো খেলা মিমের ভালো লাগে। এবারের বিশ্বকাপের খেলাগুলো বাসায় সবার সাথে দেখবেন তিনি। বিশ্বকাপের ফাইনাল রাউন্ডের শ্বাসরুদ্ধকর খেলাগুলো দেখার মজাই আলাদা বলে জানালেন তিনি। মিমের প্রত্যাশা এবারের বিশ্বকাপ শিরোপা জয় করবে তার পছন্দের দল ব্রাজিল।

আইরিন

মডেল ও অভিনেত্রী আইরিনের পছন্দের দল ব্রাজিল। ব্রাজিল দলের নৈপুণ্যময় খেলা দেখতে তার ভালো লাগে। তার মতে ব্রাজিলের প্রতিটি খেলোয়াড় দারুণ খেলেন। তাদের একেকজনের খেলার ধরন একেক রকম। ৪ বছর পর যেহেতু বিশ্বকাপ খেলা হয়, তাই চেষ্টা করবেন খেলাগুলো বাসায় সবার সাথে দেখবেন তিনি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শ্বাসরুদ্ধকর খেলা দেখার মজাই আলাদা বলে জানালেন তিনি। আইরিনের প্রত্যাশা এবারের বিশ্বকাপে ট্রফি জয় করবে তার পছন্দের দল ব্রাজিল।

মৌটুসী বিশ্বাস

অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের পছন্দের দল হলো বিশ্বকাপের জনপ্রিয় দল ব্রাজিল। কারণ ভালো দলগুলোর খেলা দেখতে তার ভালো লাগে। বিশ্বকাপের খেলাগুলো তিনি বাসায় বসেই দেখতে চান। আর খেলার সময় শুটিং থাকলে দু'একটি ম্যাচ হয়তো দেখা হবে না। তবে সেমি ফাইনাল রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত কোনো খেলাই তিনি মিস করতে চান না। প্রয়োজনে সেই সময় শুটিং না রাখার চেষ্টা করবেন।

মেহজাবিন

লাক্সতারকা মেহজাবিনের পছন্দের দল ব্রাজিল। ব্রাজিল দলের নৈপুণ্যময় খেলা দেখতে তার ভালো লাগে। তার মতে ব্রাজিলের প্রতিটি খেলোয়াড় দারুণ খেলেন। তাদের একেকজনের খেলার ধরন একেক রকম। এবারের বিশ্বকাপের খেলাগুলো বাসায় বসে সবার সাথে দেখবেন তিনি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শ্বাসরুদ্ধকর খেলা দেখার মজাই আলাদা বলে জানালেন তিনি। মেহজাবিনের প্রত্যাশা এবারের বিশ্বকাপে ট্রফি জয় করবে তার পছন্দের দল ব্রাজিল।

শখ

সারা বিশ্বের অসংখ্য মানুষ ব্রাজিলকে সাপোর্ট করে। বিশ্বকাপ আসরের শুরু থেকেই ব্রাজিল দলের ঐতিহ্য সবারই জানা। তাই এ সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী শখের পছন্দের দল ব্রাজিল। আর পছন্দের দলের সব খেলোয়াড়ের খেলার কৌশল ভালো লাগে তার। এবারের বিশ্বকাপেও ব্রাজিল দলের প্রিপারেশন ভালো। রাত জেগে খেলা দেখা তার জন্য কিছুটা কষ্টকর হলেও বেশিরভাগ খেলাই তিনি দেখবেন বলে জানালেন। আর দু-একটি খেলা দেখা না হলেও সেগুলোর খবর ঠিক রাখবেন বলে জানান এই ফুটবলপ্রেমী কণ্ঠশিল্পী। তিনি আশা করছেন এবারের বিশ্বকাপ শিরোপাটা ব্রাজিলের ঘরেই যাবে।

এ্যানি

অভিনেত্রী ও উপস্থাপিকা এ্যানির পছন্দের দল ব্রাজিল। শুধু তার নয়, পরিবারের সবার পছন্দও একই। ব্রাজিল দলের গোছানো খেলা এ্যানির ভালো লাগে। এবারের বিশ্বকাপের খেলাগুলো বাসায় বসে সবার সাথে দেখবেন তিনি। বিশ্বকাপের ফাইনাল রাউন্ডের শ্বাসরুদ্ধকর খেলাগুলো দেখার মজাই আলাদা বলে জানালেন তিনি। তার প্রত্যাশা এবারের বিশ্বকাপ শিরোপা জয় করবে তার পছন্দের দল ব্রাজিল।

font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
প্রশ্নপত্র ফাঁস রোধে আইন করে কঠোর শাস্তি করার পাশাপাশি তথ্যপ্রযুক্তি বাড়ানোর আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এই আশ্বাস দ্রুত বাস্তবায়িত হবে কি?
1 + 4 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
অক্টোবর - ২২
ফজর৪:৪৪
যোহর১১:৪৪
আসর৩:৫০
মাগরিব৫:৩০
এশা৬:৪৩
সূর্যোদয় - ৫:৫৯সূর্যাস্ত - ০৫:২৫
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :