ঈদ সামনে রেখে নাড়ির টানে রাজধানী ছাড়ছে ঢাকাবাসী। সে কারণে লঞ্চ, বাস, ট্রেন—সব জায়গায় এখন ঘরমুখো মানুষের ভিড়।
এ ছাড়া, দক্ষিণাঞ্চল মানুষের পরিবহনের প্রধান বাহন লঞ্চ। সে কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল এখন ঘরমুখী মানুষের ভিড়ে মুখর।
আজ রবিবার ভোর থেকেই নাড়ির টানে ঘরে ফেরা মানুষেরা সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেন। লঞ্চ টার্মিনালে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে তত্পর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এ ছাড়া, যাত্রীদের যাত্রাপথ নিরাপদ করতে এবারই প্রথম হেলিকপ্টারে করে টহল দেওয়া হচ্ছে।
এবারের ঈদে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি চোখে পড়ার মতো। সদরঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামীকাল সোমবার সকালে সদরঘাটে এসেছেন র্যাবের ডিজি মোখলেসুর রহমান। সদরঘাট পরিদর্শন শেষে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। যাত্রীদের নিরাপত্তা দিতে বাহিনীর সজাগ দৃষ্টি রয়েছে।
আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ বলছে, এবারের ঈদে যাত্রীদের কাছে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে, কর্তৃপক্ষের তত্পরতা।
কর্তৃপক্ষের এ বক্তব্যের সঙ্গে কোনো কোনো যাত্রী দ্বিমত পোষণ করেন।
চাঁদপুরের যাত্রী সাইদ আকন্দ বলেন, সদরঘাট টার্মিনালে এখন নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে লঞ্চ যাত্রীদের।
তবে টার্মনালে প্রবেশের জন্য সবগুলো গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, সবগুলো গেট খুলে দিলে টিকিট কাউন্টারে ভিড় হতো না।
ঈদে বাড়ি যাওয়ার আনন্দে সব কষ্টই ম্লান বলে মন্তব্য করেছেন চাঁদপুরের অপর যাত্রী নূরে আলম।
এ দিকে, যাত্রীদের নিরাপত্তায় প্রথমবারের মতো হেলিকপ্টারে করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এ ছাড়া, বাড়ানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাও।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নৌনিরাপত্তা ও ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. সাইফুল হক খান জানান, নিয়মিত মনিটরিং চলছে। লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করতে পারে, সেজন্য মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থেই বাড়ানো হয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা। প্রথমবারের মতো এবার হেলিকপ্টারে টহল দেওয়াও হচ্ছে।
অপর দিকে, যাত্রীদের সর্বোচ্চ সেবার বিষয়ে সাইফুল হক খান বলেন, যাত্রীদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বরাবরের মতো এবারও ঘরমুখী যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
ইঅ/চৌফে/শ৩১১/০৮:৩৫পিএম