রাজধানীর জুতা-স্যান্ডেলের দোকানগুলোতে গতকাল ছিল লক্ষণীয় ভিড়। ঈদে কেনা নতুন পোশাক, শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি কিংবা শার্ট-প্যান্টের সঙ্গে মানানসই জুতা-স্যান্ডেল না হলে পোশাকের সৌন্দর্যই যেন ম্লান হয়ে যায়। তাইতো ক্রেতারা শেষ সময়ে নিজের জুতা-স্যান্ডেলটা মিলিয়ে নিতে ভিড় জমিয়েছেন জুতার বাজারে। প্রতিটি শপিংমলের জুতার দোকানেই এবারে এসেছে হাল ফ্যাশনের জুতা। বিদেশি জুতা-স্যান্ডেলের সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের জুতা-স্যান্ডেল বলে জানালেন দোকানিরা। এবারে মেয়েদের জন্য এসেছে ছোট রঙিন পাথর দিয়ে ফিতা কিংবা ওপরের অংশে কারুকাজ করা মাঝারি হিলের স্যান্ডেল। চলছে মেয়েদের পামসু। পিছিয়ে নেই স্লিপারের জুতা-স্যান্ডেলের বিক্রয়ও।
সেইসাথে রয়েছে শুধু চামড়া ও সিনথেটিক লেদারের মাঝারি সোলের ফ্ল্যাট স্যান্ডেল ও স্যান্ডেল সুয়ের কালেকশন ছেলেদের জন্য। মেয়েদের হাইহিল ও পেন্সিল হিলের জুতাও এবার বেশ বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। তবে জুতার ক্ষেত্রে ফ্যাশনের আগে আরামদায়ক কিনা এটাই যাচাই করে দেখেন ক্রেতারা। সে কারণে ডিজাইনের আধিক্যের চাইতে প্রথমে আরামদায়ক ও পরে দৃষ্টিনন্দনের বিষয়টি ক্রেতাদের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে।
এলিফ্যান্ট রোডে রয়েছে ঢাকার সবচেয়ে বড় জুতার মার্কেট। দেশি বিদেশি জুতার সবচেয়ে ভাল কালেকশন দেখা যায় এখানকার দোকানগুলোতে। এদিকে, গাউছিয়ার ফুটপাতে মেয়েদের কমদামের স্যান্ডেলের বাজার বেশ জনপ্রিয়। এখানে ১০০ থেকে ৪০০ টাকায় ভাল জুতা পাওয়া যায়। এছাড়া মেয়েদের কমদামের ভাল জুতার বাজার রয়েছে চাঁদনী চকের দোকানগুলোতেও। এছাড়া মেট্রো, রাপা প্রভৃতি মার্কেটে দামি জুতার পাশাপাশি ক্রেতাদের সাধ্যের মধ্যে কেনার জন্য জুতার কালেকশন রাখছে দোকানিরা। বড়দের তুলনায় শিশুদের স্যান্ডেল সুয়ের দাম তুলনামূলকভাবে নাগালের মধ্যে। এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে শিশুদের এসব স্যান্ডেল সু ও সু ২৫০ থেকে ১২০০ টাকার মধ্যে পাওয়া যায়। এছাড়া বাটাতেও শিশুদের কালেকশন বেশ ভাল। ডিজাইনে মেয়ে শিশুদের জুতাতে বসানো হয়েছে পাথর, পুঁতি, চুমকি।