আজ ১২ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৮ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা:১ ও ৯। শুভবার: রবি ও মঙ্গল। শুভরত্ন: চুনী ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা ও জঙ্গী মনোভাবের অধিকারী। আপনি স্পষ্টভাষী, সরাসরি লক্ষ্যে পৌঁছাতে চান। সর্বক্ষেত্রে ন্যায় বিচার চান। নেতৃত্বের গুণাবলীও আছে আপনার। তাই সহজেই যেকোনো আন্দোলনের সাথে জড়িয়ে পড়তে পারেন। আপনি মিশুক, বন্ধুত্বের গন্ডী ব্যাপক। উদ্ভাবনী ক্ষমতা ও কারিগরি দক্ষতা রয়েছে আপনার। বিনীয়, ধৈর্যশীল ও কৌশলী হলে আপনার সাফল্য সুনিশ্চিত।
২১ মার্চ-২০ এপ্রিল দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। কিন্তু ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। অযথা বদনামের সম্মুখীন হতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকলে ভালো করবেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে নব বিবাহিত দম্পতিদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো কারণে মানসিক চাপে ভুগতে পারেন। বেশি উদারতা ক্ষতির কারণ হতে পারে। ভ্রমণের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কারো শারীরিক অসুস্থতায় উদ্বেগ বৃদ্ধি পাবে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মিথুন রাশি
২১ মে-২০ জুন ব্যবসায়িক সাফল্য আসতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তির আরোগ্য লাভের সম্ভাবনা আছে। অকারণ জেদ পরিহার করতে পারলে ভালো করবেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই প্রতিবেশীর সাথে কোনো ধরনের ঝামেলায় জড়াতে পারেন। ঝামেলা এড়িয়ে চলতে চেষ্টা করুন। কোনো ধরনের মামলা মোকদ্দমায় না জড়ালেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। অকারণ ব্যয় পহিরার করুন। ব্যবসা বাণিজ্যে নতুন বিনিয়োগ আজ না করলেই ভালো করবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট ব্যবসায়িক কাজকর্মে অগ্রগতি হতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। পুরনো পাওনা টাকা হঠাত্ পেয়ে যেতে পারেন। দুশ্চিন্তা ও মানসিক অশান্তি অনেকাংশে হরাস পেতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। লাভজনক কোনো সুযোগ আসতে পারে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর হঠাত্ প্রাপ্ত কোনো সংবাদে বিচলিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কোনো কারণে উদ্বেগ উত্কণ্ঠা বৃদ্ধি পাবে। ঠান্ডা মাথায় কাজ করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর ভাই-বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। ফলে ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। নতুন বন্ধু লাভের যোগ আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। মানসিক চঞ্চলতা দেখা দিতে পারে। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি চাকরিজীবীদের জন্য দিনটি ভালো নাও যেতে পারে। অবাঞ্ছিত পরিস্থিতিকে বুদ্ধি খাটিয়ে মোকাবিলা করুন। বাইরে থেকে প্রাপ্ত কোনো খবরে বিচলিত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক সূত্রগুলো সচল থাকবে। চঞ্চলতা পরিহার করুন। বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কোনো সন্তানের সাফল্য গৌরবজনক হতে পারে। কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। কাউকে আজ ধার-কর্য না দিলেই ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ।