গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ অব্যাহত আছে। এ বিষয়ে খবর পাঠিয়েছেন ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা।
নওগাঁ
ফিলিস্তিনী গাজা ভূখণ্ডে ইসরাইলের বর্বরোচিত হামলায় নারী, শিশু ও নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী নওগাঁ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঘন্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি প্রাক্তন অধ্যক্ষ আতাউল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে একুশে উযদাপন পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নওগাঁর সভাপতি প্রদ্যুত ফৌজদার, সাধারণ সম্পাদক এ্যাড. মহসিন রেজা, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী শংকর রঞ্জন সাহা, বাসদ সমন্বয়কারী জয়নাল আবেদীন মুকুল বক্তব্য রাখেন।
কুমিল্লা
কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে গতকাল 'বিজ্ঞান আন্দোলন মঞ্চ' কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কুমিল্লার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুনিশ, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, শরীফ আহমেদ অলি, প্রদীপ কুমার পাল বাবলু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লার সভাপতি তারিকুর রহমান জুয়েল প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বাম গণতান্ত্রিক শক্তির উদ্যোগে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা জাসদের সভাপতি এড. আখতার হোসেন সাঈদের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা নাগরিক কমিটির সভাপতি এড. আব্দুস সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আ. নুর, কবি জয়দুল হোসেন, সাজেদুল ইসলাম, নজরুল ইসলাম এর আগে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
ওসমানীনগর (সিলেট)
ফিলিস্তিনি গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে সিলেটের ওসমানীনগর উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালা বাজারে মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাও:মু'তাসিম বিল্লাহ জালালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাও: লুত্ফুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সহ-সভাপতি মাও: শাহ মমশাদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন সৌদি রিয়াদ শাখার সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল বাকী আহবাব। বক্তব্য রাখেন মাও:আব্দুল মালিক, হাফিজ খালিছুর রহমান, মাও:আবুল বাশার, রেজুওয়ানুর রহমান শাহিন, মাও:শামিম আহমদ সোহাগ, মাও: জিয়া উদ্দিন, মাও:আব্দুল্লাহ আল মামুন, মাও:আব্দুল মালিক, মাও: আবু ইউসুফ শিবলী, মাও:শাহ ফয়ছল আমীন, মাও: এমদাদুল হক, আলহাজ্ব চন্দন মিয়া, হাফিজ সিরাজুল ইসলাম প্রমুখ ।