The Daily Ittefaq
ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০১৪, ১২ শ্রাবণ ১৪২১, ২৮ রমজান ১৪৩৫
সর্বশেষ সংবাদ দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩ সেপ্টেম্বর | বিএনপির সাথে কোন সংলাপ হবে না : নাসিম | খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা | হামাস ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি | কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামে ক্ষতিকর বিদেশি শুঁটকিতে বাজার সয়লাব

মারাত্মক ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত

চট্টগ্রাম অফিস

মারাত্মক ক্ষতিকর কেমিক্যালযুক্ত বিদেশি শুঁটকিতে চট্টগ্রামের বাজার সয়লাব হয়ে গেছে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আনা এসব শুঁটকি খেয়ে একদিকে যেমন জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে অন্যদিকে বিদেশি শুঁটকির অবাধ আমদানিতে দেশীয় শুঁটকির বাজার বিপন্ন হয়ে পড়েছে।

আমদানি করা এসব শুঁটকি বর্ষা মৌসুমে কৃত্রিম উপায়ে শুকিয়ে বাজারজাত করা হয়। দ্রুত শুকানোর জন্য ব্যবহার করা হয় নানা ক্ষতিকর কেমিক্যাল। গত মাসে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি করা এ ধরনের ১২০ টন শুঁটকি ক্ষতিকর বিবেচনা করে ফেরত পাঠায় চট্টগ্রামের আসাদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী সমিতি ও আসাদগঞ্জ শুঁটকি আড়তদার সমিতি। তবে চট্টগ্রাম থেকে ফেরত পাঠানো শুঁটকি ঢাকা, সিলেট ও সৈয়দপুরে পাইকারি শুঁটকির বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মো. নুরুল আলম নামে আসাদগঞ্জের এক শুঁটকি ব্যবসায়ী ইত্তেফাককে জানান, শুঁটকি উত্পাদনের সময় হলো শীতকাল। বর্ষাকালে রোদ না থাকায় শুঁটকি হয় না। তবে ভারতীয় কিছু অসাধু ব্যবসায়ী কেমিক্যাল দিয়ে মাছ শুকিয়ে বাংলাদেশে বাজারজাত করছে। অতিরিক্ত লাভের আশায় কিছু অসত্ ব্যবসায়ী সেই শুঁটকি আমদানি করে বাজারজাত করছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় যে শুঁটকি উত্পাদন হয় তার চেয়ে এ শুঁটকি চকচকে মনে হলেও এক মাসের মধ্যে এ শুঁটকির রং পরিবর্তন হয় এবং স্বাভাবিক স্বাদ হরাস পায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আনা ক্ষতিকর এই শুঁটকি বর্তমানে চট্টগ্রামসহ সারাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে ভারতীয় শুঁটকির যে বিশাল চালান চট্টগ্রাম থেকে ফেরত পাঠানো হয়, তা ঢাকার কাওরান বাজারের কয়েকটি আড়ত, সৈয়দপুর ও সিলেটের কয়েকটি আড়তে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব শুঁটকি খেলে ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শুঁটকির দোকানে অভিযান চালিয়ে ক্ষতিকর বিদেশি শুঁটকি জব্দ করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সরকারের প্রতি অনুরোধ জানান।

এই পাতার আরো খবর -
font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, 'ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় এসে সরকার এখন অস্থিরতায় ভুগছে।' আপনিও কি তাই

মনে করেন?
8 + 7 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
জুন - ১৩
ফজর৩:৪৩
যোহর১১:৫৯
আসর৪:৩৯
মাগরিব৬:৪৯
এশা৮:১৪
সূর্যোদয় - ৫:১১সূর্যাস্ত - ০৬:৪৪
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :