ওমরাহ পালন করে সৌদিআরব থেকে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার রাত ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা পৌঁছান। বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা।
এবার ওমরাহ পালনের সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও মায়ের সঙ্গে ছিলেন। ফেরার পথে দুবাই পর্যন্ত তারা এক বিমানে এলেও পরে তারেক সপরিবারে লন্ডন ফিরে যান বলে বিএনপি নেতারা জানিয়েছেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানও ছিলেন।
গত ২০ জুলাই সরাসরি মদিনায় যান বিএনপি চেয়ারপারসন। সেখানে মহানবী (সা.) এর রওজা জিয়ারতের পর তিনি মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন। শবে কদরের রাতে মসজিদুল হারামে ইবাদত বন্দেগি করেন। দেশে ফেরার পর দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক মির্জা আব্বাসও বিমানবন্দরে ছিলেন। এছাড়া ছিলেন আব্দুল আউয়াল মিন্টু, সেলিমা রহমান, আবদুল মান্নান, মাহমুদুল হাসান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, সালাহউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, আবুল খায়ের ভুঁইয়া, নাসির উদ্দিন অসীম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ।
শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা
আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ঈদ কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সকালে দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন এই কার্ড ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেন।
রাজপথেই ফয়সালা: ফখরুল
দ্রুত নির্বাচন না দিলে রাজপথের আন্দোলনেই চূড়ান্ত ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে রংপুর মেডিক্যাল কলেজের জাতীয়তাবাদী সাবেক ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, দেশে বর্তমানে যে সরকার ক্ষমতায় বসে আছে তাদের কোনো বৈধতা নেই। তারা অবৈধ। ২০০৮ সালে আওয়ামী লীগের ন্যূনতম একটা বৈধ্যতা ছিল। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনে তারা জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। তিনি বলেন, আমরা সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আন্দোলনের মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।'
ঢাকা মহানগর অফিসে মারামারি, পাল্টাপাল্টি তালা
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলের কক্ষে তালা দেয়াকে কেন্দ্র করে নয়াপল্টনের ভাসানী ভবনে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে রানা ও জুয়েল নামের দু'জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, গত ১৮ জুলাই মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই ঘটনার সূত্রপাত। ৫২ সদস্যের আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব করা হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে। এতে ক্ষুব্ধ হয়ে ওই রাতেই পল্টন থানা বিএনপির পরিচয় দেয়া একটি গ্রুপের মহানগর কার্যালয়ের সদস্য সচিবের কক্ষে তালা দেন। শনিবার দুপুরে সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলের কিছু সমর্থক ওই তালা ভাঙতে গেলে বাধা দেন পল্টন থানা বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সোহেলের দুই সমর্থক আহত হন। এদিকে সোহেলের সমর্থকরা চলে যাওয়ার কিছুক্ষণ পর ফের ওই কক্ষের তালা ভেঙে নতুন তালা দেন পল্টন থানা বিএনপির কর্মীরা।