'রোগ বালাই তো আছে দুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়'—বহুদিন আগে প্রচারিত একটি জনপ্রিয় টিভি বিজ্ঞাপনের প্রথম দুটি লাইন ছিল এমনই। কিন্তু রোগ-বালাই কিংবা অসুখ-বিসুখ তো আর বলে কয়ে, ঘড়ির সময় মেনে আসে না। তাই রোগে ভালো থাকবার দাওয়াই যে ওষুধ, সে ওষুধেরও প্রয়োজন পড়তে পারে যেকোনো সময়। কিন্তু মুশকিল হলো, আর সব দোকানের মতো আমাদের দেশের অধিকাংশ ওষুধের দোকানই বন্ধ হয়ে যায় রাতে একটি নির্দিষ্ট সময়ে। তবে ঢাকার অধিবাসী যারা তাদের জন্য কিন্তু ইতোমধ্যেই বাড়তি সেবা দিচ্ছে বেশ কিছু ফার্মেসি। আর ঢাকার বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টা খোলা থাকে এমন কিছু ফার্মেসির অবস্থান ও ঠিকানা এখানে তুলে ধরা হলো পাঠকদের জন্য।