নারীদের সুন্দর রূপে সাজিয়ে তুলতে, বিভিন্ন প্যাকেজ অফার নিয়ে হাজির হয়েছে সাজগোজ মেকওভার সেলুন। এই প্যাকেজ অফারে হেয়ার রিবন্ডিংয়ে রয়েছে সর্বোচ্চ ৫০% ছাড়। এছাড়া যেকোনো প্যাকেজের উপর রয়েছে ১৫% ডিসকাউন্ট অফার। এখানে বিভিন্ন প্যাকেজের মধ্যে হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার স্টাইল, বডি ম্যাসেজ, স্পা, মেনিকিউর, পেডিকিউর ২০ আগস্ট থেকে শুরু হওয়া এ অফার চলবে পুরো ১ মাসব্যাপী।
ওয়েডিং ডায়েরির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম আগামী এক বছরের জন্য স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওয়েডিং ডায়েরির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন। স্বতন্ত্র স্টাইল, অভিনব সৃষ্টি, বিশ্বাসযোগ্যতা আর একদল প্রতিভাবান এবং অভিজ্ঞ আলোকচিত্রী, সিনেমাটোগ্রাফার আর ইভেন্ট ডিজাইনারের কল্যাণে ওয়েডিং ডায়েরি ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে।
সিপি বিগেস্ট ইটার কনটেস্ট
সিপি বাংলাদেশ এই প্রথমবারের মতো বাংলাদেশের ভোক্তাদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। 'সিপি বিগেস্ট ইটার কনটেস্ট' নামক এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানটি ছিল গত ১৯ আগস্ট। বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০ জন সিপি চিকেন প্রেমিক, এক মিনিটের ভিতর ৬ স্টিক চিকেন বল খাওয়ার প্রতিযোগিতায় নামে। জয়ী ব্যক্তিকে ১টি স্যামসাং গ্যালাক্সি ট্যাব এবং সিপি উপহার সামগ্রী প্রদান করা হয়। এই চমকপ্রদ অনুষ্ঠানে সিপি বাংলাদেশের কান্ট্রি প্রেসিডেন্ট সুচাত শান্তিপদ প্রধান অতিথি হিসেবে এবং খ্যাতিমান অভিনেতা তুষার খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ এন্ড ডব্লিউতে র্যাফেল ড্র
রমজান উপলক্ষে আমেরিকার চেইন রেস্টুরেন্ট এ এন্ড ডব্লিউ তার গ্রাহকদের জন্য দিয়েছিল বিশেষ অফার। ৭৫০ টাকা এবং ৪৫০ টাকার অফারে খাবারের পাশাপাশি ছিল নিউ আইফোন-৫-সি জেতার সুবর্ণ সুযোগ। সম্প্রতি হয়ে গেল সেই আকর্ষণীয় র্যাফেল ড্র'র পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি। যেখানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় র্যাম্প মডেল রুমা, পিয়াসহ একঝাঁক তারকা। আরো উপস্থিত ছিলেন এ এন্ড ডব্লিউয়ের সিইও ইরফাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে এ এন্ড ডব্লিউয়ের দুটি ব্র্যাঞ্চ (গুলশান ও ধানমন্ডি) থেকে দুই জনকে দুটি ব্র্যান্ড নিউ আইফোন ৫-সি তুলে দেওয়া হয়। দুই ব্র্যাঞ্চ থেকে বিজয়ী দুইজন হচ্ছেন ইশান ও কবীর।
সিলেটে লোটোর ফ্লাগশিপ আউটলেট উদ্বোধন
সম্প্রতি, ইটালিয়ান ব্র্যান্ড লোটো সিলেটের কোর্ট পয়েন্টে তাদের নতুন ফ্লাগশিপ আউটলেট উদ্বোধন করেছে। আনুষ্ঠানিকভাবে এই আউটলেটটি উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান (পিটিএম), সিলেট চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রথম ভাইস প্রেসিডেন্ট হাসান আহমেদ (সিআইপি), লোটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মোসাদ্দেক, ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম। এ সময় লোটো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সিলেটের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।