চলতি মাসে দেশের চারটি অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ মাসের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২/১ টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এছাড়া উত্তর, উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। একটি নিম্ন চাপও সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, যশোর, কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগে।
আবহাওয়াবিদরা জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তত্সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। যার কারনে তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তবে পৌষের মাঝামাঝি মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশায় দিনে-রাতে তাপমাত্রার পার্থক্য কমতে থাকলে শীত বেশি অনুভূত হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১-২ টি মাঝারি (৬-৮ ডিগ্রী সেঃ), তীব্র (৪-৬ ডিগ্রী সেঃ) ধরনের শৈত্য প্রবাহ এবং অন্যত্র ২-৩ টি মৃদু (৮-১০ ডিগ্রী সেঃ) ও মাঝারি (৬-৮ ডিগ্রী সেঃ) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ টি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। তবে মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১/২ দিন বজ্রঝড় হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।