এলডিপির সভাপতি কর্নেল (অব.)অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করে কিংবা না করেও এরশাদ যদি এ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন তাহলে জনগণ এরশাদকে জুতা মারার সাথে সাথে মুখে থুতুও মারবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। অন্যথায় সময়মত এর সমীচীন জবাব দেয়া হবে।
আজ সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত 'মহান বিজয় দিবস' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন । বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জমান দুদু, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন।
এরশাদকে উদ্দেশ করে অলি আহমদ বলেন, আপনি যদি হাসিনার পাল্লায় পড়ে নৌকায় চড়ে সংসদীয় পদ লাভ করেও তা বর্জন না করেন তাহলে জনগণ আপনাকে ধিক্কার দিবে। আর তখন এ দেশের মানুষ স্পষ্ট হয়ে যাবে যে, র্যাবের হাতে আটক হওয়াটা আসলে আপনারই সাজানো নাটক।
অলি আহমদ আরো বলেন, এখনো সময় আছে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগকে ছেড়ে আসেন। আর যদি এর ব্যত্যয় ঘটান, তাহলে তার অশুভ ফল আপনাকেই ভোগ করতে হবে। মনে রাখবেন, কথিত সর্বদলীয় সরকারের অধীনের নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের জুতার ঢিলের সাথে সাথে থুথুও খাবেন আপনি।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, সীমান্ত অরক্ষিত রেখে কীভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে। প্রতিদিন সীমন্তে মানুষ হত্যা করা হচ্ছে।এই সরকার ব্যর্থ সরকার। সাবেক এ স্পিকার বলেন, বাংলাদেশে গণতন্ত্র ছিল এবং থাকবে। আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে। বর্তমান স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের কথায় দেশ পরিচালিত হবে না। সরকার দেশকে জেলখানায় পরিণত করেছে মন্তব্য করে তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করে সরকার সমগ্র বাংলাদেশকে জেলখানায় পরিণত করা হয়েছে।
সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বনি্দ্বতার নির্বাচিত ঘোষণা করায়,তিনি এ দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। চার দিকে আজ লাশের গন্ধ। প্রতিদিন বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে খুন করা হচ্ছে।