আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার গত শনিবার রাতে ম্যানচেস্টার সিটির কাছে তার দলের ৬-৩ গোলের হারটিকে শিরোপা লড়াইয়ের ক্ষেত্রে বড় করে দেখছেন না। যদিও ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ২-১ গোলে জিতে চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসে গানার্সদের চাপ বাড়ালো।
সিটির মাঠে হারটির পর আর্সেনালের সাথে চেলসির পয়েন্টের ব্যবধান নেমে এলো কেবল দুইয়ে। আর্সেনাল অবশ্য তাদের আগের অর্জন ৩৫ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই আছে। এদিকে ফুলহামকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষ চারে জায়গা করে নিয়েছে এভারটন। ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা এবং টটেনহাম ও লিভারপুলের খেলা দুটির পর পয়েন্ট টেবিলে আরো পরিবর্তন আসবে।
চেলসি কোচ হোসে মরিনহো স্ট্রাইকার ফার্নান্ডো টোরেসকে সেরা একাদশে রাখার প্রতিদান দেন স্প্যানিশ স্ট্রাইকারটি। গত দুই মাস গোলের দেখা না পাওয়া টোরেসই এদিন চেলসিকে এগিয়ে দেন। প্যালেস মারোইন চামাখের গোলে সমতায় ফিরলেও বিরতির আগে চেলসিকে আবারো এগিয়ে দেন র্যামিরেস। দ্বিতীয়ার্ধে কোন দলই গোল পায়নি।
মরিনহো এ খেলাটির পর বলেন, তার দল এই মৌসুমে কোন ট্রফি জয়ের জন্য জোরালো প্রতিদ্বন্দ্বী নয়। কারণ বিপক্ষের পোস্টে গোল করার ক্ষেত্রে তার দলের ঘাটতি আছে। তিনি বলেন,'আমাদের এমন কোন স্ট্রাইকার নেই যে কি-না লিগে ৩০ গোল করতে যাচ্ছে। চেলসি চলতি মৌসুমে লিগে যে ৩২টি গোল করেছে, এতে স্বীকৃত স্ট্রাইকার বলতে কেবল টোরেস (দুটি), স্যামুয়েল এটো (দুটি) ও ডেম্বা বে (একটি) আছেন।
এদিকে সিটি ইত্তিহাদ স্টেডিয়ামে সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে গেলেও খুব দ্রুতই থিও ওয়ালকটের গোলে সমতায় ফিরিয়েছিল আর্সেনাল। এরপর আলবারো নেগ্রেডোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ফার্নানদিনহো। এরপর ওয়ালকটের দ্বিতীয় গোলে ব্যবধান কমায় আর্সেনাল। কিন্তু ৮৮ মিনিটে ফার্নানদিনহোর দ্বিতীয় ও সিলভার প্রথম গোলে ৫-২ গোলের ব্যবধান তৈরি করে সিটি। আর্সেনালের পক্ষে মার্টিসেকার শেষ মিনিটে ব্যবধান কমানো একটি গোল করলেও ইনজুরি সময়ে পেনাল্টি পেয়ে ইয়াইয়া টোরের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
এরকম একটা হারের পরও আর্সেনাল কোচ জানান, চ্যাম্পিয়ন্স লিগে নেপোলির বিরুদ্ধে ইতালিতে খেলে আসার পরপরই মাঠে নামতে হওয়া তার এই হারের অন্যতম কারণ। এছাড়াও হারটির জন্য খেলোয়াড়রা নিজেরাই দায়ী। কেননা প্রতি দফায় সমতা আনার পরই তারা আবার একটি করে গোল হজম করে।
সিটি এ নিয়ে নিজ মাঠে টানা ৫৮টি লিগ খেলায় গোল করার কৃতিত্ব দেখালো। সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রেনির দল সর্বশেষ জয়টিসহ প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশী তিনটি দল আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামকে হারালো। তবে তিনি এ জয়ে শিরোপা তুলে নেয়ার জন্য ভাল অবস্থানে আছেন বলে মানতে নারাজ। বরং তিনি এখনই বিষয়টি নিয়ে ভাবছেন না বলে জানান।
এদিকে এভারটন ক্লাব ফুলহামকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। লিওন ওসমানের একমাত্র গোলে এভারটন প্রথমার্ধ শেষ করলেও দিমিতার বার্বাটোভের পেনাল্টি গোলে সমতায় ফিরে ফুলহাম। এরপর বাকি তিনটি গোল করেন কোলম্যান, বেরি ও মিরালাস।