কব্জিতে ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। তার পরিবর্তে চ্যাডউইক ওয়ালটনকে দলভুক্ত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন দলের কর্মকর্তারা।
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ওটিস গিবসন বলেন, স্যামুয়েলস দেশে ফিরে যাবে এবং তার ডান হাতে অস্ত্রোপচার করতে হবে কিনা পরীক্ষা করে দেখবে। ইতোমধ্যেই ২-০ ম্যাচে টেস্ট সিরিজ হারার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর পথে স্যামুয়েলসের ইনজুড়ি স্বাগতিকদের জন্য একটা দু:সংবাদ বলেও মন্তব্য করেন গিবসন। তিনি বলেন, 'দলের এমন কঠিন সময়ে মারলনের ইনজুড়ি দুর্ভাগ্যজনক। তবে এটা অন্য একজন খেলোয়াড়ের জন্য এ সিরিজে নিজকে মেলে ধরার সুযোগও।' গিবসন বলেন, ২০০৯ সালে মাত্র দু'টি ওয়ানডে ম্যাচ খেলা ২৮ বছর বয়সী দলের সঙ্গে ছিলেন এবং কোন সুযোগ পেলে সেটা তিনি কাজে লাগানোর চেষ্টা করতেন। কোচ বলেন, 'সে অত্যন্ত কঠোর পরিশ্রম করছে এবং একজন খেলোয়াড় হিসাবে গড়ে উঠছেন। আমি নিশ্চিত যে সে কোন সুযোগ পেলে তার পূর্ণ ব্যবহার করবে।'
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৬ ডিসেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হবে।