ছোটদের এবং বড়দের ক্রিকেট সূচিটা এবার বেশ পাশাপাশিই চলছে। বড়রাও যেমন এশিয়া কাপ খেলেই দেশে বিশ্বকাপের অভিযান শুরু করবেন, তেমনই যুবদলই আরব আমিরাতে বিশ্বকাপ খেলার আগে সেখানেই খেলবে এশিয়া কাপ। তবে অনূর্ধ্ব-১৯ দলের অভিযানটা এ মাসেই শুরু হয়ে যাচ্ছে। এ মাসেরই ২৮ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আর সেখানে অংশ নেয়ার জন্য বিশ্বকাপকে মাথায় রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ।
যথারীতি মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ঘোষণা হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল। দলের সহঅধিনায়ক মোহাম্মদ জসীমউদ্দিন। এ ছাড়া এই বয়স ভিত্তিক দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুসাদ্দেক হোসেন আছেন দলে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ও ম্যানেজারের যৌথ ভূমিকায় থাকছেন একসময় বাংলাদেশ যুবদলের অন্যতম কারিগর রিচার্ড ম্যাকিন্স। এ ছাড়া তার সহকারী হিসেবে যাচ্ছেন জাফরুল এহসান।
এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। সেখানে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। বাংলাদেশ নিজেদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই খেলবে আবুধাবিতে। ২৮ ও ২৯ তারিখ মালয়েশিয়া ও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে আবুধাবি ওভালে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেহেদীদের দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের লক্ষ্য অবশ্যই কমপক্ষে সেমিফাইনাল খেলা। আর সেই সেমিফাইনালে উঠলে বাংলাদেশকে যেতে হবে শারজাহ বা দুবাইতে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি। শারজাহতে ১ম সেমিফাইনাল এবং দুবাইয়ের আইসিসি গ্লোবাল অ্যাকাডেমিতে ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ৪ জানুয়ারি শারজাহতেই ফাইনাল অনুষ্ঠিত হবে।