ইংলিশদের হোয়াইটওয়াশ করাই অজিদের লক্ষ্য অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক জানিয়েছেন এখন তাদের লক্ষ্য ইংল্যান্ডকে পুরোপুরি বিধ্বস্ত করা। তিনি মঙ্গলবার জানান যে, ৫-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে তারা টেস্ট ক্রিকেটের শীর্ষস্থান ফিরে পেতে চান। আগামীকাল বৃহস্পতিবার মেলবোর্নে চতুর্থ টেস্টটি শুরু হবে। সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি সিডনিতে। ক্লার্ক দি টেলিগ্রাফে নিয়মিত কলামে লিখেছেন, 'আগেভাগেই টেস্ট সিরিজ নিশ্চিত হবার পর মানুষ এখন জানতে চায় বক্সিং ডে টেস্টে আমাদের লক্ষ্য কি হবে। এর জবাব হলো অ্যাশেজে হোয়াইটওয়াশ করার পরিকল্পনা বাস্তবায়ন।' প্রথম তিন টেস্ট জিতে ইতোমধ্যে অস্ট্রেলিয়াকে সিরিজ পুনরুদ্ধার করে দিয়েছেন ক্লার্ক। অজি অধিনায়ক বলেন, 'এখন শুরুর মতই জয়ের ধারা ধরে রাখতে চাই আমরা। যার মাধ্যমে আমরা সফল সমাপ্তি টানতে পারি।'
উইকেট রক্ষক ব্রাড হাডিন বলেন, সিরিজ নিশ্চিত হবার পরও আগের ম্যাচগুলোর মতই আক্রমণাত্মক মনোভাবেই পরেরটি খেলার প্রস্তুতি নিচ্ছেন তারা। তিনি বলেন, 'একটি টেস্ট ম্যাচকে আমরা কখনো ছোট করে দেখতে পারি না। আমি মনে করি না যে, ব্রিসবেনে আসার পর থেকে আমাদের দলবদ্ধভাবে খেলার যে মনোভাব ছিল এখনো পর্যন্ত সেই অনুভূতির পরিবর্তন হবে। আমাদের মধ্যে সুনির্দিষ্ট একটি স্বচ্ছ লক্ষ্য রয়েছে। দলবদ্ধ হয়েই আমরা সেটি পূরণ করতে চাই। এর কোন পরিবর্তন হবে না।' হাডিন বলেন, 'অ্যাশেজ সিরিজকে কেন্দ্র করেই দলীয় পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা টেস্ট ক্রিকেটের শীর্ষে আরোহন করতে পারি। আশা করছি সিরিজ শেষের ফলাফল আমাদের এক নম্বর স্থানে পৌঁছে দিবে।' তিনি আরো বলেন, 'এখন আমরা ওই পথেই হাঁটতে চাই। তবে এ জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। এই মুহূর্তে যা কিছু করা দরকার আমরা এর সবকিছুই সঠিক পন্থার মাধ্যমেই করে যাচ্ছি।' আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ে বর্তমানে অস্ট্রেলিয়ার অবস্থান পঞ্চম। ইংল্যান্ড এখনো তাদের চেয়ে দুইধাপ এগিয়ে আইসিসি র্যাংকিংয়ে তৃতীয় স্থানে রয়েছে।
দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে তালিকায় সবার উপরে রয়েছে। এর পরের অবস্থানটিতেই আছে ভারত। আগামী ফেব্রুয়ারি ও মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। হাডিনের মতে সেটি হবে তাদের আসল পরীক্ষা। তিনি বলেন, 'আপনি সেরা খেলাটি খেলতে চান। অথচ তালিকার শীর্ষে থাকবেন না এবং সেরা দলের মোকাবেলা করবেন না, তা হতে পারে না।'
অজি অধিনায়ক অবসর গ্রহণের ঘোষণা দেয়া ইংলিশ স্পিনার সোয়ানকে অভিবাদন জানিয়ে বলেন ইংলিশরা তার অভাব অনুভব করবে।বাসস/এএফপি