We use cookies to tailor your experience, measure site performance and present relevant advertisements. By clicking the 'ok' button, you agree that cookies can be placed in accordance with our
Privacy Policy.
মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজে ৩০ শিক্ষকের পদ শূন্য
মাদারীপুর প্রতিনিধি
সরকারি নাজিমউদ্দিন কলেজে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। কলেজটিতে বর্তমানে শিক্ষকের ৩০টি পদ শূন্য রয়েছে। বর্তমানে কলেজটিতে দশ সহস্রাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। ত্রয়োদশ কোর্সের পাশাপাশি ১৩টি বিষয়ে অনার্স কোর্স চালু থাকলেও আরও অধ্যাপকের পদ সৃষ্টি করা হয়নি। কলেজটিতে বাংলা, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২টি করে ৮ প্রভাষকের পদ, ইংরেজি বিভাগে ৩টি এবং অর্থনীতি, ইসলামের ইতিহাস, দর্শন, রসায়ন, ভূগোল ও কৃষিবিজ্ঞান বিভাগে একটি করে ৬টি প্রভাষকের পদ শূন্য। বাংলা, ইতিহাস, কৃষিশিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিভাগে একটি করে সহকারী অধ্যাপকের ৫টি পদ শূন্য রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, বাংলা ও প্রাণিবিজ্ঞান বিভাগে একটি করে ৪টি সহযোগী অধ্যাপকের পদ বর্তমানে শূন্য। প্রাণিবিদ্যা, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগের একটি করে ৩টি প্রদর্শকের পদ বর্তমানে শূন্য। ক্রীড়া শিক্ষকের পদটি দীর্ঘদিন যাবত্ শূন্য। এছাড়া সহকারী গ্রন্থাগারিকের পদ বর্তমানে শূন্য রয়েছে।
সোনাতলায় এসিল্যান্ড ও কানুনগো পদ শূন্য
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় এসিল্যান্ড ও কানুনগো পদ দীর্ঘদিন থেকে শূন্য হয়ে পড়ায় জনগণ হয়রানির শিকার হয়েছেন। এসিল্যান্ড মোঃ শামসুল আলম ১৯৯৭ সালের এপ্রিল মাসের ২২ তারিখ পর্যন্ত সোনাতলায় কর্মরত ছিলেন। পরদিন তিনি এখান থেকে অন্যত্র বদলি হয়েছেন। সেই থেকে অর্থাত্ প্রায় ১৭ বছর ধরে পদটি আজও শূন্য রয়েছে। তবে সরকারের নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল এসিল্যান্ড পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এদিকে উপজেলা ভূমি অফিসের কানুনগো দীর্ঘদিন আগে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে এ পদটিও শূন্য রয়েছে।