গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম
রেড কার্পেট
শীর্ষে ম্যাডোনা
পপ তারকা ম্যাডোনার নতুন অ্যালবাম 'এমডিএনএ' রাশিয়াতে ২০১২ সালের বেশ সেলিং অ্যালবামের স্বীকৃতি পেয়েছে। রাশিয়ান ওয়েবসাইট 'লেনটাডটআরইউ' জানিয়েছে, ম্যাডোনার নতুন অ্যালবাম 'এমডিএনএ' চলতি বছর শেষে রাশিয়ার সর্বোচ্চ সংখ্যক বিক্রি হওয়া অ্যালবামের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এর আগে ট্যুরের অংশ হিসেবে চলতি বছরের অগাস্ট মাসে রাশিয়া ভ্রমণ করেন ম্যাডোনা। তখন একটি বিশেষ সংস্থা কর্তৃক এক কোটি পঞ্চাশ লাখ ডলারের মানহানির মামলা করা হয় তার বিরুদ্ধে, তাদের অভিযোগ ছিল, হাতে গোলাপি ব্রেসলেট পরার মধ্য দিয়ে সমকামিতাকে বেআইনিভাবে সমর্থন করছেন ম্যাডোনা। তবে 'ফিমেলফার্স্টডটইউকে' এর তথ্য অনুযায়ী, মামলাটি পরে বাতিল করা হয়। গত বছর ম্যাডোনার কনসার্ট উপভোগ করেছে বিশ্বের ৬৫টি শহরের প্রায় ১৬ লাখ মানুষ। যারা এ জন্য খরচ করেছে ২২৮ মিলিয়ন মার্কিন ডলার। এ কারণেই 'হাইয়েস্ট আর্নিং ট্যুর' হিসেবে বছরটিতে ম্যাডোনার 'এমডিএনএ ওয়ার্ল্ড ট্যুর' বিলবোর্ড তালিকার শীর্ষে ছিল। ম্যাডোনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন : http://www.madonna.com/।
গেম কর্নার
ওয়াচ ডগ
'ওয়াচ ডগ'স একটি আপকামিং ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন অ্যাডভেঞ্চার ভিডিও গেম। এটি ডেভেলপ করেছে উবিসফট মন্টিয়ায়। উবিসফট কোম্পানি টি ফারক্রাই এবং এসাসিন ক্রিড গেমস সিরিজের জন্য জনপ্রিয়। ওয়াচ ডগ'স গেমটি ২০১৩ সালের মাঝামাঝি অথবা শেষের দিকে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেম কনসোলের জন্য রিলিজ পাবে। গেমটির মূল বিষয় হলো প্লেয়ারের যেকোনো ইলেকট্রিক ডিভাইস হ্যাক করার ক্ষমতা আছে। যার সাহায্যে ওই সব ডিভাইসের সকল তথ্য চুরি করে নিদির্ষ্ট সময়ে ডিভাইসটি ফাটিয়ে দেওয়া যায়। কিছুদিন আগে রিলিজ হওয়া স্লিপিং ডগস গেমটির সিকুয়্যাল নয় ওয়াচ ডগ'স। এটি একটি সম্পূর্ণ অন্য গেম। গেমটির মূল গেমপ্লে হলো হ্যাকিং। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : http://watchdogs.ubi.com/watchdogsgame/en-us/home/index.aspx সাইটটি।
জানার দুনিয়া
খাদ্য নিয়ে তথ্য
আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় খাবার নিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। যেমন, কোনো খাবার খেতে চাইলে সেটা স্বাস্থ্যকর কি না এ ব্যাপারে সন্দেহ থাকে। সব সময় ডাক্তারের পরামর্শ নেওয়াও সম্ভব হয়ে ওঠে না। এই সময় যদি একটি ওয়েবসাইট আমাদের সেইসব তথ্য দেয় তাহলে কেমন হয়? আর এমন একটি ওয়েবসাইট, 'জির যট কম', আপনাকে জানিয়ে দেবে ৩০,০০০-এর বেশি প্যাকেটজাত খাদ্যের সম্পূর্ণ বিবরণ। ধরুন আপনার কোনো একটি প্যাকেটজাত খাবার পছন্দ হয়েছে কিন্তু কিছু খাবার উপাদানে আপনার অ্যালার্জি আছে। এ রকম সমস্যার সমাধান দিতে পারবে এই ওয়েবসাইটি। সাইটটির ঠিকানা : http://www.zeer.com/
পড়াশোনা
উপকারী বাংলা অভিধান
স্কুল-কলেজের পড়াশোনা করার সময়তো লাগেই, এরপরও নানা সময়ে আমাদের ইংরেজি শব্দের অর্থ জানার প্রয়োজন হয়। চলার পথে এসব প্রয়োজনীয় ইংরেজি শব্দগুলোর অর্থ জানার জন্য অনেক সময় হাতের কাছে অভিধান থাকে না। পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত নানা ধরনের ইংরেজি শব্দের অর্থ জানার ক্ষেত্রে সবাই দ্বারস্থ হন বাংলা অভিধানের। এখন পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি শব্দের অর্থ খোঁজার কাজটি সহজ করে দিয়েছে বিডিওয়ার্ড ডট কম। সাইটটিতে যেকোনো ইংরেজি শব্দের অর্থ খুঁজে পাওয়া যায় সহজেই। শুধু অর্থ জানাই নয়, রয়েছে সঠিক বানান খোঁজার সুবিধা ইত্যাদি। তা ছাড়া এ ওয়েবসাইটে শব্দের অর্থের পাশাপাশি বিপরীতার্থক শব্দ, প্রতিশব্দও পাওয়া যাবে। সাইটির ঠিকানা: www.bdword.com