মুক্তাগাছা বানারপাড় ব্রিজের নিচ থেকে গতকাল শনিবার থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির (৫০) বস্তাবন্দি তিন টুকরা লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মুক্তাগাছা থানায় একটি মামলা হয়েছে। মুক্তাগাছা থানার ওসি মীর রকিবুল হক ও পুলিশ পরিদর্শক আঃ মজিদ জানান,ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের বানারপাড় নামক স্থানে ব্রিজের নিচে বাজারের ব্যাগে ভর্তি মানুষের মাথা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বাজারের ব্যাগে মাথা, ধড় ও কোমরের নিচের অংশ তিনটি খণ্ডে খণ্ডিত করে পৃথক দুটি চটের বস্তায় ভরা অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা রাতের অন্ধকারে অজ্ঞাত ব্যক্তিটিকে গলা কেটে হত্যা করে লাশ তিন টুকরা করে বানার নদীর ব্রিজের নিচে ফেলে রেখে যায়। নিহতের গায়ের রঙ্ কালো বর্ণের ও মুখে দাড়ি রয়েছে।
সিরাজগঞ্জে বন্দুক
যুদ্ধে ডাকাত নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ডাকাত-পুলিশ বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত ও এক পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। অবরোধের সুযোগ নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায়ই ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটছিল। শুক্রবার রাতে কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় চলাচলকারী যানবাহনের গাড়ি গতিরোধ করে ডাকাতি করছিল সংঘবদ্ধ একটি ডাকাত দল। পুলিশ গুলি ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়। এ সময় পুলিশের এক সদস্যসহ ৫ জন আহত হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থকে নিহত ডাকাতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানা মামলা দায়েরা করা হয়েছে।