বাঁ হাতি স্পিনার সাকলাইন সজিব ও অধিনায়ক মুশফিকুর রহিমের অর্ধশতকে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ২১১ রানে এগিয়ে গেল বিসিবি উত্তরাঞ্চল। আগের দিনে সাজেদুল ইসলাম ও সাঞ্জামুল ইসলামের লড়াকু ব্যাটিংয়ের পর দক্ষিণাঞ্চলের ছয় ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন সজিব। ফলে প্রথম ইনিংসেই ৮৬ রানে এগিয়ে যায় উত্তরাঞ্চল। এরপর মুশফিকের অপরাজিত ব্যাটিংয়ে তিন উইকেটে ১২৫ রান তুললে গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনেরই বড় ব্যবধানে এগিয়ে যায় উত্তরাঞ্চল। কাল দক্ষিণাঞ্চলকে সহজে রান তুলতে দেননি সাকলাইন। ১০ রানে ইমরুল কায়েসকে হারালেও সৌম্য সরকার ও এনামুল হক বিজয় ৭১ রানের জুটি গড়ে দক্ষিণাঞ্চলকে যখন বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন সেসময়েই চড়াও হন সাকলাইন। তার প্রতাপে মাত্র ২৫ রানে তিন উইকেট পড়ে যায় দক্ষিণাঞ্চলের। দলটি চার উইকেটে ১১৪ রান তুলে লাঞ্চে গেলেও দ্বিতীয় সেশনে মাত্র দেড় ঘন্টা টিকতে সক্ষম হয়। দক্ষিণাঞ্চল ২০৫ রানে অলআউট হয়ে যায়। তবে আট নম্বরে নামা সোহাগ গাজী কিছু বাউন্ডারি মেরে দলের সংগ্রহ স্ফীত করতে চাইলেও পেছনে থেকেই খেলা শেষ করে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ এসেছে সৌম্যর ব্যাট থেকে। ১০৯ মিনিট ব্যাট করে তুলেছেন ৫১ রান। ৮৬ রানের অগ্রগামিতায় একটি বোনাস পয়েন্টও পেয়ে যায় উত্তরাঞ্চল।
জাতীয় লিগে সাত ম্যাচে ২৫ উইকেট নেয়া সাকলাইন এর আগে এক ইনিংসে ছয় উইকেট দখল করতে পারেননি। কাল প্রথমবারের মত ফ্রাঞ্চাইজি ভিত্তিক বিসিএলে সেটা করে দেখালেন তিনি। তিনি ৭৪ রান দিয়ে তুলে নেন উইকেট ছয়টি। চারটি করে ছয় ও চার মেরে (৪৫) সোহাগ কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে ওঠার মুখেই তাকে থামিয়ে দেন সাকলাইন। বিসিএলে এ নিয়ে তিন ম্যাচে সাকলাইনের সংগ্রহ ১১ উইকেট। তবে তালিকায় ১৯ উইকেট নিয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন সোহাগ। দ্বিতীয় ইনিংসে ফরহাদ হোসেন ও জহরুল ইসলামের দ্রুত আউট উত্তরাঞ্চলকে দুশ্চিন্তায় ফেলেছিল কিন্তু অধিনায়ক সে বিপদ সামাল দেন। ১১২ মিনিট ব্যাট করে দিনশেষে ৫১ রানে অপরাজিত আছেন মুশফিক। তার সাথে রয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাঈম ইসলাম। ৬৩ মিনিট ব্যাট করে ২২ রান নিয়ে আজ ম্যাচের তৃতীয় দিনে মুশফিকের সাথে ব্যাট করতে নামবেন তিনি।