The Daily Ittefaq
ঢাকা, বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৩, ২৭ পৌষ ১৪১৯, ২৭ সফর ১৪৩৪
সর্বশেষ সংবাদ ভারতে ট্রাক দুর্ঘটনায় ২৫ জন নিহত | ডিএসই: সূচক বেড়েছে ১০ পয়েন্ট | শ্যাভেজের বিলম্বিত অভিষেক বৈধ: আদালত | আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস | ১০ ঘন্টা পর মাওয়ায় ফেরি চালু

ব্রাহ্মণবাড়িয়ায় ঠান্ডাজনিত রোগে ১২২ শিশু আক্রান্ত

চাটখিল ও সোনাইমুড়ীতেনিউমোনিয়ার প্রকোপ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রচন্ড ঠান্ডা ও শীতে ব্রাহ্মণবাড়িয়ার শিশুরা ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ১লা জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ১২২ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় ৫৯ জন ও ঠান্ডাজনিত রোগে ৬৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে ঠান্ডাজনিত রোগে ৪৯ জন ও ডায়রিয়ায় ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিদিনই রোগী আসছে বলে হাসপাতাল সূত্রে জানায়।

চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ীতে শিশুদের নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে এই ২ উপজেলায় শতাধিক শিশু আক্রান্ত হয়েছে। জানা গেছে, গত কয়েকদিনের তীব্র শীতে শিশুরা এই রোগে আক্রান্ত হয়েছে। অনেক শিশু চিকিত্সা নিয়ে বাসা-বাড়িতে ফিরে গেছে। ইসলামিক মিশনের সিনিয়র মেডিক্যাল অফিসার ডাঃ শওকত আলী জানান, তীব্র শীতে বাচ্চাদের ফুসফুসে ইনফেকশান হয়। এতে শ্বাসকষ্ট হয় এবং জ্বর দেখা যায়। বাচ্চাদের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। এই রোগে আক্রান্তদের উচ্চক্ষমতাসম্পন্ন এন্টিবায়োটিক ওষুধ দিতে হয়। ভাল চিকিত্সা না হলে শিশুদের মারাত্মক অবনতির আশংকা থাকে। এ জন্য বাচ্চাদের শীত থেকে রক্ষার জন্য অতি যত্নবান অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

এই পাতার আরো খবর -
font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছে। আপনিও কি তাই মনে করেন?
1 + 8 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
জুন - ১৮
ফজর৩:৪৪
যোহর১২:০০
আসর৪:৪০
মাগরিব৬:৫০
এশা৮:১৫
সূর্যোদয় - ৫:১২সূর্যাস্ত - ০৬:৪৫
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :