গাজী মাজহারুল ইসলাম আশিকের রচনা, পরিকল্পনা ও পরিচালনায় মিথিলা অডিও ভিশন প্রযোজিত ১৮তম ম্যাগাজিন অনুষ্ঠান 'উল্লাস' গত ৭ জানুয়ারি সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পরিবেশিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল আলোচনা সভা, গান, নৃত্য, কৌতুক, নাটিকা প্রভৃতি। বৃহত্তম ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মু. আ. লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. আশরাফউদ্দিন। আলোচনায় অংশ নেন বিশিষ্ট চিত্রশিল্পী মীর রেজাউল করীম, বাঙালি ঐতিহ্য মঞ্চের আহ্বায়ক দেবাশীষ ভৌমিক দেবেশ, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন, সাদেক আহমেদ ও এম এ আকবর খন্দকার। গীতিকার গাজী মাজহারুল ইসলাম আশিক রচিত গানে কণ্ঠ দেন মকবুল হোসেন ফারুক, সেতু ও ফাইজার। নৃত্য পরিবেশন করে টুনটুন, সুবর্ণা, পারভেজ, রমজান, শশী, রোজ, সুকন্যা, রাজু, রাইসা, রিমঝিম, বর্ণ, ফাবিহা ও তাইবা। সমাজের বিভিন্ন অসঙ্গতি ও দুর্নীতি তুলে ধরে পরিবেশিত কয়েকটি ক্ষুদ্র নাটকে অভিনয় করেন মতিউর রহমান, কাঞ্চন, উজ্জ্বল, সবিতা, হাফেজা, প্রিয়া, সুজন, নয়ন ও ইমন। ছড়া পাঠ করেন ছড়াকার সুভাষ চন্দ্র রায়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গাজী মাজহারুল ইসলাম আশিক ও শফিকুল আলম মিল্টন।