ইন্টারনেট যেন তারুণ্যেরই প্রতীক। ইন্টারনেটের মাধ্যমে আজ অনেক তরুণই করেছেন বিশ্বজয়। বাংলাদেশও পিছিয়ে নেই। এদেশের তরুণরা এই মাধ্যমে নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে সারা পৃথিবীকে জানান দিচ্ছেন নিজেদের অস্তিত্বের কথা। এমনই একজন জাহিদ হোসেন খান। তার নানাবিধ কর্মকাণ্ড ও সাফল্যের কথা জানান দিচ্ছেন আহসান রনি
ইন্টারনেটের মাধ্যমে উইকিপিডিয়া ওয়েবসাইট দেখতে পারে এমন যে কেউ এখানকার প্রায় সকল নিবন্ধে অবদান রাখতে পারে। অন্যান্য সব ভাষার মতো বাংলা ভাষায়ও রয়েছে উইকিপিডিয়ার কার্যক্রম। রয়েছেন উইকিপিডিয়ার ক্যাম্পাসদূত। যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কাজ করেন। পৃথিবীর বিভিন্ন দেশে উইকিপিডিয়া শিক্ষাকর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 'উইকিপিডিয়া ক্যাম্পাসদূত' নির্বাচিত করা হয়। নির্বাচিত দূতরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্প-সংক্রান্ত প্রশিক্ষণ, মুক্ত জ্ঞানচর্চা ইত্যাদি নিয়ে কাজ করেন। এই ধারায় বাংলাদেশের জন্য একটি বড় গর্বের অধ্যায় বয়ে আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত ছাত্র জাহিদ হোসাইন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে ইংরেজি উইকিপিডিয়ার ক্যাম্পাসদূতের স্বীকৃতি লাভ করেছেন তিনি। ইংরেজি উইকিপিডিয়ার ৪১ জন ক্যাম্পাসদূতের একজন তিনি। জাহিদের ছেলেবেলা কেটেছে চট্টগ্রামে। পড়েছেন চট্টগ্রামের পতেঙ্গার নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং জড়িয়ে পড়েন নানা স্বেচ্ছাসেবামূলক কাজে। তিনি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), বাংলাদেশ গণিত অলিম্পিয়াড (বিডিএমও) এবং ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক (ওকেএফএন)-এর বাংলাদেশের স্বেচ্ছাসেবক। সম্প্রতি জাহিদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে রিপলিজ বিলিভ ইট অর নট। তাঁর লেখা আইটি-বিষয়ক প্রতিবেদন (আইরিপোর্ট) প্রকাশিত হয়েছে সিএনএন অনলাইনে। বাংলা, ইংরেজিসহ অন্যান্য ভাষার উইকিপিডিয়া, উইকিসোর্স, উইকি নিউজ, উইকি অভিধানসহ অন্যসব সহ-প্রকল্পেও তিনি কাজ করছেন। বাংলাদেশ, ঢাকার ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতির নানা বিষয় নিয়ে উইকিপিডিয়ায় তথ্য আপডেট করেন তিনি। একসময় জড়িয়ে পড়েছিলেন সাংবাদিকতা, অনুবাদ ও স্ক্রিপ্ট লেখার কাজে। সেইসূত্রে লেখালেখিতেও দক্ষতা গড়ে উঠেছে তার। ছয় হাজারের বেশি তথ্য নিজ উদ্যোগে তিনি দিয়েছেন উইকিপিডিয়াতে। এই কাজের স্বীকৃতিস্বরূপ উইকিপিডিয়া সম্প্রতি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'উইকিপিডিয়া ক্যাম্পাস অ্যাম্বাসেডর' হিসেবে মনোনয়ন দিয়েছে। যা শুধু তার জন্য নয়, বাংলাদেশের জন্যও গর্বের। ছোট থেকেই গণিত উত্সব, শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস, ই-এশিয়া, ডিজিটাল ওয়ার্ল্ড, রবো এক্সিবিশন—যখন যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই ঝাঁপিয়ে পড়েছেন কাজ করতে। স্বেচ্ছাসেবক, আইটিপ্রেমী, স্ক্রিপ্ট রাইটার, সমন্বয়ক, সংবাদকর্মী, লেখক, অনুবাদকসহ নানা গুণে গুণান্বিত এই তরুণ চান বাংলা ভাষার উইকিপিডিয়া হবে সকল তথ্য দ্বারা স্বয়ংসম্পূর্ণ।
ইইউ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ে পাস হওয়া এক প্রস্তাবে বলা হয়েছে, 'যেসব রাজনৈতিক দল সন্ত্রাসী তত্পরতা চালাচ্ছে তাদের নিষিদ্ধ ঘোষণা করা উচিত।' আপনিও কি তাই মনে করেন?