The Daily Ittefaq
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০১৪, ০৯ মাঘ ১৪২০, ২০ রবিউল আওয়াল ১৪৩৫
সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে নারী ইউপি সদস্যের রগ কর্তন | জাহাঙ্গীরনগরের ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন | ৭ মন্ত্রী-এমপির সম্পদ তদন্তে দুদকের অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ | ট্রাফিক ব্যারাকে লাশ, পুলিশ কন্সটেবল গ্রেফতার

এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র

রিয়াজ লিটন,শিক্ষক

আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সংখ্যাবাচক শব্দ

১. 'দোসরা'— তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. হিন্দি খ. বাংলা গ. উর্দু ঘ. ফরাসি

২. ক্রমবাচক বা পুরণবাচক শব্দ কোনটি?

ক. তিন খ. দ্বাদশ

গ. দোসরা ঘ. পনেরই

৩. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?

ক. তিন প্রকার খ. চার প্রকার

গ. দুই প্রকার ঘ. পাঁচ প্রকার

৪. সংখ্যা গণনার মূল একক কী?

ক. এক খ. দশ গ. শূন্য ঘ. নয়

৫. কোনটি ক্রম বা পুরণবাচক সংখ্যা?

ক. সপ্তমখ. ছয় গ. পাঁচই ঘ. আট

৬. সংখ্যা কী কাজে লাগে?

ক. পাঠে খ. খেলায়

গ. খাবারে ঘ. গণনায়

৭. একাধিবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তাকে কী বলে?

ক. ক্রমবাচক খ. অঙ্কবাচক

গ. গণনাবাচক ঘ. তারিখবাচক

৮. একই সারি, দল বা শ্রেণিতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে কী সংখ্যা ব্যবহূত হয়?

ক. তারিখবাচক খ. অঙ্কবাচক

গ. ক্রমবাচক ঘ. গণনাবাচক

৯. বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহূত হয়, তাকে কী শব্দ বলে?

ক. তারিখবাচক খ. ক্রমবাচক

গ. গণনাবাচক ঘ. অঙ্কবাচক

১০. ক্রমবাচক সংখ্যার অপর নাম কী?

ক. পূরণবাচক খ. তারিখবাচক

গ. গণনাবাচক ঘ. অঙ্কবাচক

১১. তারিখবাচক সংখ্যা কোনটি?

ক. পঞ্চম খ. ১৫

গ. পশ্চদশ ঘ. পনেরই

১২. 'তের' এর পূরণবাচক শব্দ কোনটি?

ক. ত্রয়োদশ খ. তেরই

গ.তেরতম ঘ. ১৩

১৩. গণনাবাচক সংখ্যার অপর নাম কী?

ক. পরিমাণবাচক খ. পূরণবাচক

গ. ক্রমবাচক ঘ. অঙ্কবাচক

১৪. অঙ্কবাচক শব্দ কোনটি?

ক. দশই খ. চতুর্থ গ. ১ ঘ. সপ্তাহ

১৫. কোনটি পরিমাণ বা গণনাবাচক সংখ্যা?

ক. ৫ খ. তৃতীয় গ. সপ্তাহ ঘ. পাঁচই

১৬. কোনটি ক্রম বা পুরণবাচক সংখ্যা?

ক. নবম খ. ছয় গ. পাঁচই ঘ. আট

১৭. কোনটি তারিখবাচক শব্দ?

ক. ঊনবিংশ খ. উনিশে

গ. উনিশ ঘ. ১৯

১৮. কোনটি গণনাবাচক শব্দ?

ক. ৮ খ. আট গ. অষ্টম ঘ. আটই

১৯. পূরণবাচক শব্দ কোনটি?

ক. একবিংশ খ. একুশে

গ. একুশ ঘ. ২১

২০. কোনটি অঙ্কবাচক শব্দ?

ক. ১৪ খ. চৌদ্দ গ. চতুর্দশ ঘ. চৌদ্দই

উত্তর : ১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ, ৭. গ ৮. গ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. ক

সমাস

০১. নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ?

ক. দেশান্তর খ. অভিশাপ

গ. অপব্যয় ঘ. উপদেশ

০২. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক. কাজলকালো খ. বৌভাত

গ. মুখচন্দ্র ঘ. মহানবি

০৩. কোনটি নিত্য সমাস?

ক. অনুতাপ খ. দর্শন মাত্র

গ. উপকূল ঘ. পীতাম্বর

০৪. অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?

ক. উপকূল খ. দর্শনমাত্র

গ. পকেটমার ঘ. কুলাকানী

০৫. 'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব সমাস?

ক. সমার্থে খ. বিরোধার্থে

গ. বিপরীতার্থে ঘ. মিলনার্থে

০৬. ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়?

ক. সমানাধিকার বহুব্রীহি

খ. ব্যাধিকরণ বহুব্রীহি

গ. প্রত্যয়ান্ত বহুব্রীহি

ঘ. ব্যতিহার বহুব্রীহি

০৭. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন্ সমাসের অন্তর্ভুক্ত করেছেন?

ক. তত্পুরুষ খ. দ্বন্দ্ব

গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব

০৮. 'মনগড়া' কোন্ সমাস?

ক. কর্মধারয় খ. দ্বন্দ্ব

গ. তত্পুরুষ ঘ. অব্যয়ীভাব

০৯ ব্যাসবাক্যের অপর নাম কী?

ক. বিগ্রহ বাক্য খ. জটিল বাক্য

গ. সমাস বাক্য ঘ. সরল বাক্য

১০. উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?

ক. দ্বন্দ্ব সমাস খ. নিত্য সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. তত্পুরুষ সমাস

১১. ব্যাপ্তি অর্থে কোন্ তত্পুরুষ সমাস হয়?

ক. পঞ্চমী তত্পুরুষ

খ. তৃতীয়া তত্পুরুষ

গ. চতুর্থী তত্পুরুষ

ঘ. দ্বিতীয়া তত্পুরুষ

১২. 'জ্ঞানসিন্ধু' কোন সমাস?

ক. রূপক কর্মধারয় সমাস

খ. বহুব্রীহি সমাস

গ. দ্বন্দ্ব সমাস ঘ. দ্বিগু সমাস

১৩. 'মনমাঝি'- এর ধরনের কর্মধারয় সমাস?

ক. রূপক কর্মধারয়

খ. উপমিত কর্মধারয়

গ. উপমান কর্মধারয়

ঘ. মধ্যপদলোপী কর্মধারয়

১৪. কোনটি উপমিত কর্মধারয় সমাসের সমস্ত পদ?

ক. মা-বাবা খ. কাজলকালো

গ. মুখচন্দ্র ঘ. পুরুষসিংহ

১৫. 'চন্দ্রমুখ' — শব্দের ব্যাসবাক্য কোনটি?

ক. চন্দ্র ও মুখ

খ. চন্দ্র রূপ মুখ

গ. মুখ চন্দ্রের ন্যায়

ঘ. মুখ রূপ চন্দ্র

১৬. 'চৌরাস্তা'-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. চার রাস্তার সমাহার

খ. চার ও রাস্তা

গ. তিন রাস্তার সমাহার

ঘ. রাস্তা ও চার

১৭. 'বহুব্রীহি' সমাসের নিষ্পন্ন পদটি কোন পদ প্রধান?

ক. উভয়পদ খ. অন্যপদ

গ. পূর্বপদ ঘ. পরপদ

১৮. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?

ক. কুসুমকোমল খ. করপল্লব

গ. চৌরাস্তা ঘ. দেশান্তর

১৯. সমাস নিষ্পন্ন পদটির নাম কী?

ক. সমস্ত পদ খ. বিগ্রহ বাক্য

গ. ব্যাসবাক্য ঘ. সমস্যমান পদ

২০. 'অন্তরীপ'- কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

খ. ব্যধিকরণ বহুব্রীহি

গ. প্রত্যায়ান্ত বহুব্রীহি

ঘ. ব্যতিহার বহুব্রীহি

২১. সমাস শব্দের অর্থ কী?

ক. মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ

খ. সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ

গ. সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা

ঘ. সংক্ষেপ, মিলন ও একপদীকরণ

২২. 'হংসডিম্ব'- এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. হংসের ডিম্ব খ. হংস হতে যে ডিম্ব

গ. হংসীর ডিম্ব ঘ. হংস ও ডিম

২৩. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক. ঘনশ্যাম খ. প্রভাত

গ. কাজলকালো ঘ. দেশান্তর

২৪. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক. কাজলকালো খ. প্রভাত

গ. ঘনশ্যাম ঘ. দেশান্তর

২৫. যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে?

ক. কর্মধারয় সমাস খ. নিত্য সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. তত্পুরুষ সমাস

উত্তর : ১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ, ৭. গ ৮. গ ৯. ক ১০. ক

১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ঘ, ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. ক

এইচএসসি পরীক্ষা -২০১৪। নমুনা প্রশ্ন

পদার্থ বিজ্ঞান ১মপত্র (সৃজনশীল)

সময়: ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান: ৪০

[বিঃদ্রঃ ডান পার্শ্বের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোন ৪ (চারটি) প্রশ্নের উত্তর দাও:]

১. সাকিব আল হাসান ব্যাটিং করার সময় ব্যাট দিয়ে বলকে এমনভাবে আঘাত করল যেন বলটি 25ms-1 বেগ প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য গড়ে 8ms-1 বেগে দৌড় শুরু করল এবং 31m অতিক্রম করে বলের কাছে পৌঁছালো। (g=10ms-2 বিবেচনা কর)

ক. প্রান্ত বেগ কাকে বলে? ১

খ. মহাকর্ষীয় বিভব শক্তি ও স্থিতিস্থাপক বিভব শক্তির মধ্যে পার্থক্য লিখ। ২

গ. উদ্দীপক অনুসারে 2s পর বলটির বেগ নির্ণয় কর। ৩

ঘ. সাকিব আল হাসান ক্যাচআউট হয়েছিল কি না— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত

দাও। ৪

২. রুবেল এবং আহাদুল দুইজন মিলে ক্রিকেটের পীচ তৈরীর উদ্দেশে একটি লন-রোলার জোগাড় করল। 30kg ভরের এই রোলারের উপর তারা দুই জন মিলে 200N বল ভূমির সাথে 30 কোণে প্রয়োগ করল। রোলার এবং ভূমির মধ্যে ঘর্ষণ গুণাংক 0.5।

ক. পীড়ন কাকে বলে? ১

খ. ভূ-স্থির উপ-গ্রহগুলোর আবর্তনকাল ২৪ ঘন্টা রাখা হয় কেন? ২

গ. উদ্দীপক অনুসারে স্থিতি ঘর্ষণ বলের মান নির্ণয় কর। ৩

ঘ. 200N বল প্রয়োগে রোলারটিকে ঠেলে গতিশীল করা সম্ভব না টেনে গতিশীল করা সম্ভব? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। ৪

৩. একটি আনত তল বরাবর 20KN ওজনের একটি বস্তুর উপর 9KN বল প্রয়োগ করে একটি বস্তুকে উপরে তোলা হচ্ছে যা নিচের চিত্রে দেখানো হল। আনত তলের দৈর্ঘ্য 40m।

চিত্র:

ক. সঠিক ভেক্টর কাকে বলে? ১

খ. উঁচু স্থান থেকে লাফিয়ে নদীতে পড়ার সময় কোন ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করেন

কেন? ২

গ. উদ্দীপক অনুসারে বস্তুটির বিভব শক্তি পরিবর্তন নির্ণয় কর। ৩

ঘ. এখানে শক্তির নিত্যতার সূত্র কিভাবে পালিত হয় তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে

দেখাও? ৪

৪. একটি হরদের তলদেশ থেকে পানির উপরিতলে আসার ফলে একটি বায়ু বুদবুদের আয়তন ৪ গুণ হয়। হরদের পৃষ্ঠে বায়ুচাপ 1.013–105pa, হূদের পানির ঘনত্ব 1000kgm-3, অভিকর্ষজ ত্বরণ 9.8ms-2। হরদের সর্বত্র তাপমাত্রা স্থির বিবেচনা করা যাক।

ক. পরমশূন্য তাপমাত্রা কী? ১

খ. একই তাপমাত্রা ভিন্ন ভিন্ন এক মোল গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি ধ্রুব থাকে—

ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপক অনুসারে হরদের গভীরতা নির্ণয় কর। ৩

ঘ. যদি হরদের তলদেশ ও পৃষ্ঠদেশের তাপমাত্রা যথাক্রমে 15C ও 25C হয়, তবে বুদবুদের আয়তনের পরিবর্তন একই থাকবে কি না- গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও। ৪

৫. সিফাত 50C তাপমাত্রার 60gm পানিতে 0C তাপমাত্রার ৩০gm বরফ মিশ্রিত করল। পরবর্তীতে সে 50C তাপমাত্রার 60gm পানিতে 0C তাপমাত্রার 45gm বরফ মিশ্রিত করল।

পানির আপেক্ষিক সুপ্ততাপ 4.2–10-3Jkg-1k-1 এবং বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3.36–10-5Jkg-1k-1।

ক. সুপ্ততাপ কী? ১

খ. কোন পদার্থের কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 2.8–105Jkg-1 বলতে কী বুঝায়? ২

গ. উদ্দীপক অনুসারে প্রথম মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? ৩

ঘ. 'দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে সম্পূর্ণ বরফ গলবে না'— গাণিতিকভাবে উক্তিটির সত্যতা যাচাই

কর। ৪

৬. আরিফ 400Hz এবং 500Hz কম্পাঙ্কবিশিষ্ট দু'টি সুরশলাকাকে বায়ুতে কম্পিত করে সৃষ্ট তরঙ্গদ্বয়ের পার্থক্য 0.166m দেখতে পেল। পরবর্তীতে সে সুরশলাকাদ্বয়কে পানিতে কম্পিত করল এবং পাশের লেখচিত্রটি অংকন করল। (পানিতে শব্দের বেগ 1645ms-1)

ক. তরঙ্গমুখ কী? ১

খ. পানিতে ঢিল ছুঁড়লে উত্পন্ন তরঙ্গের বৈশিষ্ট্য লিখ। ২

গ. উদ্দীপক অনুসারে বায়ুতে শব্দের বেগ কত নির্ণয় কর। ৩

ঘ. চিত্রের Q বিন্দুতে তরঙ্গদ্বয় দশা পার্থক্য থাকবে কি না— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও। ৪

font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে খালেদা জিয়া যা বলেছেন, তা দেশের জন্য অপমানজনক। এ জন্য জনগণের কাছে তার মাফ চাইতে হবে।' আপনি কি তার সাথে একমত?
5 + 5 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
আগষ্ট - ১৪
ফজর৪:১৩
যোহর১২:০৪
আসর৪:৩৯
মাগরিব৬:৩৬
এশা৭:৫৩
সূর্যোদয় - ৫:৩৩সূর্যাস্ত - ০৬:৩১
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :