মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর মানিকগঞ্জ গড়পাড়া সারথী কচি-কাঁচার মেলার উদ্যোগে সকাল ৭টায় জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন করে শিশু জারছিয়া সিদ্দিকী অর্থি ও সাইফুদ্দিন আহম্মেদ তাইমুর। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে সারথী মেলার উপদেষ্টা শওকত আকবার হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সারথী মেলার উপদেষ্টা অসীম সাহা, মাহাবুব আলম সিদ্দিকী, তামজিদুর রহমান, রিজিয়ান আহাম্মেদ, ছালাউদ্দিন আহম্মেদ রিফাত প্রমুখ। বিকেল ৩টায় শুরু হয় পিঠা উত্সব অনুষ্ঠান। এ অনুষ্ঠান উদ্বোধন করেন সারথী মেলার প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকী আবু। পরে উপস্থিত হাজার শিশুর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বিজয় দিবস সংখ্যা শিশু
মহান বিজয় দিবস-২০১৩ উপলক্ষে বিজয় দিবসের আগেই প্রকাশিত হয়েছে শিশু একাডেমীর ছোটদের পত্রিকা মাসিক শিশুর বিজয় দিবস সংখ্যা। এ সংখ্যাটিতে গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ছড়া-কবিতাসহ ছোটদের লেখা, ছোটদের আঁকা বিভাগে অনেকগুলো চমত্কার লেখা প্রকাশিত হয়েছে। লেখক তালিকায় রয়েছেন: মোশাররফ হোসেন, মাহমুদ উল্লাহ, শাহাবুদ্দীন নাগরী, মোজাম্মেল হক নিয়োগী, দুখু বাঙাল, সৈয়দ নাজাত হোসেন, মালেক মাহমুদ, ইমরুল ইউসুফ, মুস্তাফা মাসুদ, মনি হায়দার প্রমুখ। এ সংখ্যাটির প্রচ্ছদপট আকর্ষণীয়। সম্পাদক মোশাররফ হোসেন ও নির্বাহী সম্পাদক ফারুক নওয়াজ।
ফাতেমা-তুজ-জোহরার সাফল্য :আসরের সদস্যবোন ফাতেমা-তুজ-জোহরা বিগত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের স্কুল শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবার নাম মো. জাকির হোসেন ও মায়ের নাম রেক্সোনা জাকির। ফাতেমার সদস্য নম্বর-৩৫০০। সে আসরে ছবি এঁকে থাকে।
লাবিবার সাফল্য :কচি-কাঁচার আসরের সদস্যবোন মাইশা লাবিবা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঢাকার বিএন কলেজের স্কুল শাখা থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে। লাবিবার আসরের সদস্য নম্বর: ৩৫০১। তার বাবার নাম মতিউর রহমান ও মায়ের নাম মেহেরুন্নেসা। লাবিবা ছড়া-কবিতা লেখে।
ছোঁয়ার সাফল্য :সুমনা আক্তার ছোঁয়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় বরিশাল বোর্ডের তিলেরচর প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। ছোঁয়া কচি-কাঁচার আসরের সদস্যবোন। সদস্য নম্বর: ৩৫১৪। সে আসরে কবিতা ও ছবি আঁকে। ছোঁয়ার বাবার নাম ডা. সিরাজুল ইসলাম ও মায়ের নাম ইসরাত জাহান সুখী।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে খালেদা জিয়া যা বলেছেন, তা দেশের জন্য অপমানজনক। এ জন্য জনগণের কাছে তার মাফ চাইতে হবে।' আপনি কি তার সাথে একমত?