এক গোলে জিততে গিয়ে আবাহনীর ত্রাহি ত্রাহি অবস্থা। ভাগ্য ভালো আবাহনীর। ম্যাচের ৪ মিনিটে জামাল হোসেনের পা থেকে আসা অপ্রত্যাশিত একটি গোলে পেয়ে এগিয়ে গিয়েছিল। না হলে কাল হয় তো ড্র নিয়ে বাড়ি ফিরতে হতো আবাহনীর। আর যদি বিজেএমসির সুযোগ কাজে লেগে যেত। তাহলে কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর হার দেখতে হতো খেলা দেখতে আসা হাজার খানেক দর্শকের। হার নিয়ে ফিরতে হতো এমন কথা আবাহনীর ইরানী কোচ আলী আকবরও মনে করছেন। এই কোচ জানিয়েছেন ড্র হলেও অবাক হওয়ার কিছু ছিল না। নিজের দলের খেলা দেখে ইরানী কোচ চুপসে গিয়েছেন।
কিন্তু কেনই বা আবাহনী এমন খেলল বিজেএমসির বিরুদ্ধে। কোচের মতে মানসিক সমস্যা। মোটিভেশন নেই। আক্রমণভাগে ফিনিশিংয়ের অভাব। খেলোয়াড়রা নাকি মানসিকভাবে ক্লান্ত। মুক্তিযোদ্ধা এবং শেখ জামালের বিরুদ্ধে খেলে আবাহনীর ফুটবলাররা ক্লান্ত। লিগের মাত্র ৫ ম্যাচ গেল। তাতেই একটা দল ক্লান্ত হয়ে যায় কিভাবে। মোটিভেশন হারিয়ে ফেলেই বা কিভাবে। কোচ বলছেন, রিকভারি দরকার।' তিনি বলছেন, আগামী ম্যাচে কিছু পরিবর্তন করব। মোটিভেশন ফিরিয়ে আনতে চাই।' আবাহনীর আগামী ম্যাচ অপেক্ষাকৃত দুর্বল দল উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে। আবাহনী নতুন ফরমেটে খেলবে। এখন ৪-৩-৩ ফরমেশনে খেলছে। এটা পরিবর্তন করতে হবে। তার কারণটাও উল্লেখ করেছেন তিনি। যেমন বিজেএমসি কাল ৫ মিডফিল্ডার নিয়ে খেলেছে। যেটা ভাঙ্গতে হলে নতুন চিন্তভাবনা প্রয়োজন আবাহনীর।
বিজেএমসি যে গোলটা হজম করেছে তার জন্য পুরোপুরি দায়ি গোলকিপার আরিফুজ্জামান হিমেল। ব্রাদার্স থেকে আসা আবাহনীর মিডফিল্ডার জামাল হোসেনের বাঁ পায়ে জোর নেই। শট করারও অভ্যাস নেই। সেই জামাল হঠাত্ বল পেয়ে পোলিও শট করলেন। এধরনের শট চোখ বন্ধ করে ঠেকিয়ে দেয়া যায়। কিন্তু সেটাই বিজেএমসির জালে জড়িয়েছে। সবাই তো অবাক। হিমেলের হাতের আঙ্গুল ছুঁয়ে বল জালে ১-০। এই একটি গোলই আবাহনীর কপালে বিজয়ের চিহ্ন এঁকে দেয়। আর বিজেএমসির সব হারানোর গল্পের শুরু হয়। দলে অনেক সমস্যা আছে। সেটা মুখ খুলে বলতে চান না কোচ আলী আজগর নাসির। খুলনার এই কোচ কাল খেলা শেষে আক্ষেপ করে অনেক কিছুই বলতে চেয়েও না বলা কথাগুলো বুকের ভেতরে ফিরিয়ে নিয়ে গেলেন। বলছিলেন, ভাই সব কথা লেখার দরকার নেই। আমরা চাকরি করি। দল ডমিনেট করে খেলেছে। এইটুকু বলতে পারি যদি সব কিছু পরিপূর্ণতা থাকে এখনও এই দল নিয়ে অনেক কিছুই করা সম্ভব।' ৫ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ১৩, শেখ জামালেরও ১৩। দুই দলই যৌথভাবে শীর্ষে। আর সমান ম্যাচে বিজেএমসির স্থান এখন ৫ নম্বরে।
আজকের খেলা ঃ চট্টগ্রাম আবাহনী ঃ সকার ক্লাব, উত্তর বারিধারা ক্লাব ঃ ব্রাদার্স (৩টা ৩০ ও ৫ট ৩০ বঙ্গবন্ধু স্টেডিয়াম)।