টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে বন ও পরিবেশ মন্ত্রীর শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি ও টুঙ্গিপাড়া/ কোটালীপাড়া সংবাদদাতা
বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি গতকাল টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রী বঙ্গবন্ধুর কবরের বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এরপর মন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন। তিনি বঙ্গবন্ধু ভবনে নেতা-কর্মী ও স্থানীয়দের সাথে কিছু সময় কাটান। পরে বঙ্গবন্ধু ভবন ঘুরে দেখেন। মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় পার্টি (জেপি) বরিশাল মহানগর, বরিশাল জেলা, পিরোজপুর, ভান্ডারিয়া, ঝিনাইদহ জেলাসহ বিভিন্ন জেলার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় যশোর অঞ্চলের বন সংরক্ষক মোঃ ফারুক হোসেন, ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়া, জেপি কেন্দ্রযুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক, শেখ টুটুল, শেখ তানজিব আহম্মেদ আসলাম, স্বেচ্ছা সেবকলীগ নেতা শেখ নিজামুল হক পারভেজ, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ কাইউম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম রুবেল, ছাত্র সংহতির সাধারণ সম্পাদক মোঃ জুয়েলসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ, জেপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।