The Daily Ittefaq
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪, ১৩ মাঘ ১৪২০, ২৪ রবিউল আওয়াল ১৪৩৫
সর্বশেষ সংবাদ নাদালের স্বপ্ন ভেঙে দিয়ে চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা | তৌফিক-ই-এলাহী চৌধুরীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ | শাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ, ভাংচুর | সংখ্যালঘু নির্যাতনের বিচার বিশেষ ক্ষমতা আইনেই: আইনমন্ত্রী | যুক্তরাষ্ট্রের শপিং মলে হামলা, নিহত ৩ | মওদুদসহ বিএনপির ৪ নেতার জামিন

যুদ্ধবিরতি সত্ত্বেও দ:সুদানেরবিভিন্ন স্থানে সংঘর্ষ

আল জাজিরা

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ সুদানের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হয়েছে। জাতিসংঘ জানিয়েছে দক্ষিণ সুদানের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে যুদ্ধের খবর পাওয়া গেছে।

জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক শুক্রবার সাংবাদিকদের জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বিভিন্ন জায়গায় লড়াইয়ের খবর পাওয়া গেছে। বিদ্রোহীরা বলেছে সেনাবাহিনী তাদের অনেক অবস্থানে হামলা করেছে। তবে সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘের মুখপাত্র বলেছেন, দুই পক্ষকে পুরোপুরি শত্রুতামূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা আসলে খুব জটিল কাজ। জাতিসংঘ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কিনা তার ওপর নজর রাখবে।

চলমান লড়াই প্রেসিডেন্ট সালভা কির ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাকারের সম্প্রদায়ের মানুষের গভীর অবিশ্বাসের প্রতিফলন। যুদ্ধবিরতি চুক্তির পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট সালভা কির বলেছিলেন এর মাধ্যমে দক্ষিণ সুদানের মানুষের দুর্ভোগের সমাপ্তি ঘটবে।

font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে রাজনৈতিক অনিশ্চয়তা কাটবে না। এতে অর্থনীতি দীর্ঘ মেয়াদি সংকটে পড়বে।' আপনিও কি তাই মনে করেন?
4 + 1 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
জানুয়ারী - ১৭
ফজর৫:২৩
যোহর১২:০৯
আসর৩:৫৯
মাগরিব৫:৩৭
এশা৬:৫৪
সূর্যোদয় - ৬:৪২সূর্যাস্ত - ০৫:৩২
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :