চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে ফুলের চাহিদা। নগরীর চেরাগী পাহাড়, মোমিন রোডসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য ফুলের দোকান। গত তিন চার বছরের মধ্যে শুধুমাত্র চেরাগী পাহাড় ও মোমিন রোড এলাকাতেই গড়ে উঠেছে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০টি ফুলের দোকান।
নগরীতে আজকাল ফুল পরিণত হয়েছে নিত্যপ্রয়োজনীয় নাগরিক পণ্যে। ভোর থেকে গভীর রাত অবধি মোমিন রোডের ফুলের দোকানগুলোতে ফুল বেচাকেনা আর ব্যস্ততা একটি পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে। সন্ধ্যার পর হরেক রকম বাহারী ফুলের স্তবক, মালা, বুকেট, সাজঝুড়িতে দোকানের বর্ণালী আলো পড়ে এক অপরূপ নান্দনিক দৃশ্যের সৃষ্টি করছে। চট্টগ্রামসহ দেশের নানা স্থানে আজকাল বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ হওয়ায় নানা ধরনের ফুলের নিয়মিত সরবরাহ আসছে। অন্যদিকে গত ক'বছরে ফুলের দামও সহনীয় পর্যায়ে নেমে এসছে বলে জানান মোমিন রোডের ফুলের দোকানী ও ব্যবসায়ীরা।
২০০৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ফুল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান শিপলু ইত্তেফাককে বলেন, মোমিন রোডসহ চট্টগ্রামের সকল ফুলের দোকানে যেসব ফুল বিক্রি হচ্ছে তার ৮০ শতাংশ বাংলাদেশে উত্পাদন হচ্ছে। নগরীর ৪০ শতাংশ ফুলের যোগান আসে চট্টগ্রামের চাষীদের কাছ থেকে। বাকী ৪০ শতাংশ ফুল আসে ঢাকা ও যশোরের চাষীদের কাছ থেকে। যশোর থেকে আসে উন্নত জাতের রজনীগন্ধা, গাঁদা ও বিভিন্ন রংয়ের দৃষ্টিনন্দন গ্লাডিওলাস। চট্টগ্রামের চাষীরা সরবরাহ করে থাকেন নানা রংয়ের গোলাপ, বিভিন্ন বর্ণের গ্লাডিওলাস ফুল এবং জারবারা বা জিনিয়া ফুল। মোমিন রোডের ফুলের দোকানগুলো পাইকারি এবং খুচরাভাবে ফুল বিক্রি করছে। মূলত: বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, বিভিন্ন জাতীয় দিবস, প্রতিষ্ঠাবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, সভা-সেমিনার-সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ক্রেতারা আসে ফুল কিনতে। ব্যবসায়ীরা জানান, তারা অর্ডার পেলে মাত্র দেড় থেকে দুই ঘন্টার মধ্যে ২ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে বিয়ের গাড়ি সাজিয়ে দিয়ে থাকেন। এখানে ঘোড়ার গাড়িও ভাড়ায় পাওয়া যায়। অর্ডার পেলে পুরো দিনের জন্য ঘোড়ার গাড়ি ভাড়া দেয়াসহ গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে দিতে তারা নিয়ে থাকেন ১০ হাজার টাকা। ব্যবসায়ীরা জানান, বর্তমানে এখানে এক তোড়া বাংলা ফুলের দাম ১৫০ থেকে ২০০ টাকা। একটি বিদেশি লাল গোলাপ ৪০ টাকা। একটি দেশি লাল গোলাপ ১০ টাকা। বিভিন্ন জাতের রঙিন ফুল মিশিয়ে তৈরি একটি ফ্লাওয়ার বাস্কেট ৩০০ টাকা। বিভিন্ন ফুলের মিশ্রণে সেলোফিন দিয়ে মোড়ানো একটি ফুলের বুকেট ১৫০ থেকে ২০০ টাকা।