নিজ মাঠে ইংল্যান্ড সিরিজ শেষ করল ভারতীয় ক্রিকেট দল। এ সিরিজ নিয়ে চুল চেরা বিশ্লে¬ষণ চলবে কিছুদিন। তবে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য দল গঠন করতে নির্বাচকদের অনেক ভেবে চিন্তে দল গঠন করতে হবে বলে মনে করছেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া দ্রাবিড় মনে করেন, ভবিষ্যত্ প্রজন্মের কথা মাথায় রেখে অনেক ভেবে চিন্তে দল গঠন করতে হবে।
সাংবাদিকদের দ্রাবিড় বলেন, 'ইংল্যান্ড সিরিজের মত প্রতিটি সিরিজই তাত্পর্যপূর্ণ। তবে ভারতের মত অস্ট্রেলিয়াও অনেক বড় বড় খেলোয়াড়কে হারিয়েছে। সে দিক থেকে উভয় দলই প্রায় এক। কিন্তু দল নিয়ে এখানে অনেক পর্যালোচনা করতে হবে। এটাই খেলোয়াড়দের ভবিষ্যত্ প্রজন্মের স্বীকৃতিতে সহায়ক হবে।'
ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলোকে তিনি সমর্থন করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি বলব ভারত-পাকিস্তানের মধ্যে খেলা চালিয়ে যাওয়া উচিত। কিন্তু বাস্তবতা সেটা নয়। আমার মন বলছে মাঝে মাঝে খেলা উচিত। তবে অবস্থার প্রেক্ষিতে তা হবে না এবং আমি স্বেচ্ছায়ই সেটা মেনে নেব।'
প্রায় পাঁচ বছর পর দেশ দু'টি সমপ্রতি একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। ২০০৮ সালে মুম্বাই হামলায় ১৬৬ ব্যক্তি নিহত হওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক স্থগিত করে ভারত। ওই হামলার জন্য পাকিস্তানী সন্ত্রাসীদের দায় করে আসছে ভারত।
ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কত দিন খেলার পরিকল্পনা আছে এমন প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, এক সময় তিনি একটা বিষয়ে ভাবতে চান। আইপিএল দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক দ্রাবিড় বলেন, 'আমি এক বছর খেলব।' তিনি বলেন, তার অবসর পরবর্তী জীবনে তিনি 'আইপিএল'র জন্য প্রস্তুতি এবং বাড়ির সঙ্গে পুনঃসম্পর্ক ও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
আইপিএল বিষয়ে তিনি একজন নাস্তিক বা সন্দেহবাদী ছিলেন কিনা- এমন প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, 'আইপিএল বিষয়ে আমি কখনোই একজন সন্দেহবাদী বা নাস্তিক ছিলাম না। এটা ক্রিকেট গ্রেটদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকার সুযোগ করে দিয়েছে। খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক (বিভিন্ন দেশের) কখনোই খারাপ হতে পারে না।' ক্রিকেট ইতিহাস পড়ার মত একটা বই দরকার বলেও জানান তিনি। 'অনেক ছোট ছোট শহর থেকে অনেক ক্রিকেটার উঠে আসছে বিধায় হিন্দি ও অন্যান্য ভাষায় এ বইগুলো লিখতে হবে।'
তারকা খ্যাতিটা উপভোগ করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, 'সবটাই উপভোগ করছি- আমি এমনটা বলতে পারছি না। তবে এটার একটা সুবিধা আমি পেয়েছি।' এরপর তারকা বানানোর জন্য তিনি গণমাধ্যমকে দোষারোপ করেন। তিনি বলেন, আপনি দু'টি ম্যাচ ভাল খেলেছেন তো সব চ্যানেলেই আপনাকে দেখানো হবে। অতীতে আপনাকে অনেক বেশি ক্রিকেট খেলতে হয়েছে। কাজ না করে একজন তারকা আপনি কখনোই হতে পারেন না।' ক্রিকেট আঞ্চলিকতাকে দূর করতে পেরেছে বলেও উল্লে¬খ করেন তিনি। 'একটা বিশেষ অঞ্চলের জন্য ক্রিকেট খেলা- এমন ভাবনা কখনোই হতে পারে না।' তিনি বলেন, 'ক্রিকেট কিংবদন্তী সুনিল গাভাস্কারের লেখা 'সানি ডেজ' তার উপর অনেক প্রভাব ফেলেছে। এ বইটা আমাকে স্বপ্ন দেখানোর সক্ষমতা যুগিয়েছে।'