কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অল্পের জন্য হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচে ভারত। তবে, এরপর সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো ভাবেই ফিরে এসেছে ওয়ানডে ক্রিকেটের বর্তমান বিশ্বসেরারা। আর তাই এখন আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে ভারতীয় দল। আর এই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটলো দলের সিনিয়র স্পিনার হরভজন সিংয়ের কণ্ঠে। জানিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার প্রত্যয়।
হরভজন জানিয়েছেন, আসন্ন টেস্ট সিরিজে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারাবে ভারত। আগামী ২২ ফেব্রুয়ারি প্রথম টেস্ট শুরু হবে।
একটি প্রমোশনাল ইভেন্টের ফাঁকে হরভজন বলেন, 'অস্ট্রেলিয়ার বর্তমান দলটি তারুণ্য নির্ভর। এমনকি নিজ মাঠেও তারা ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছে। খুব সহজে তাদেরকে আমাদের হারানো উচিত। এমনকি ৪-০ ম্যাচে হারানোটা বাস্তবেই সম্ভব।' ইরানি ট্রফিতে রেস্ট অব ইন্ডিয়া দলে সুযোগ পাওয়া ভাজ্জি আসন্ন অসি সিরিজেও দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, 'রঞ্জি ট্রফিতে আমি অনেক ওভার বোলিং করেছি এবং আমি খুব ভাল ছন্দে আছি। একটা ম্যাচ অনুশীলনে যতটা সুযোগ পাওয়া যায় তার সব কিছুই আমি ব্যবহার করছি। অস্ট্রেলিয়া সিরিজে দলে সুযোগ পাব বলে আমি আশাবাদী। অস্ট্রেলিয়ার সাবেক দলের সঙ্গে বর্তমান দলটির তুলনা করে হরভজন বলেন, 'স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের সময়ে দলে অনেক খেলোয়াড় ছিল যারা একেকজন ম্যাচ উইনার ছিলেন। তাদের দলে ১১ জনই সেরা খেলোয়াড় ছিলেন। ঠিক জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেইডেন থেকে এ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ম্যাকগ্রা পর্যন্ত দল হিসেবে তারা ছিলেন অপরাজেয়।'
সদ্য অবসরে যাওয়া পন্টিংয়ের অভাবটা বর্তমান দলটা খুব বেশি অনুভব করবে বলে উল্লে¬খ করেন হরভজন। তিনি বলেন, 'পন্টিং ছিলেন একজন বিশেষ কিছু। তার বদলি হিসাবে কাউকে পাওয়াটা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে।' নিজ মাঠে সমপ্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারা নিয়ে এ অফ স্পিনার জানান, সামনের দিকে এগিয়ে যেতে হলে দলের খারাপ পারফরম্যান্সের জন্য পিচের দোষারোপ করা ঠিক নয়। তিনি বলেন, 'আমাদের খারাপ পারফরমেন্সের জন্য সব সময় পিচকে দোষারোপ করা ঠিক নয়। ইংল্যান্ড দল সার্বিকভাবেই ভাল ক্রিকেট খেলেছে। আমাদের স্পিনারদের বিরুদ্ধে তারা ভাল খেলেছে। আমাদের চেয়ে তাদের স্পিনারও ভাল খেলেছে।' রনজি ট্রফিতে পাঞ্জাব দলের নেতৃত্ব দেয়া হরভজন মনে করেন এ মৌসুমে পেসারদের জন্য পিচগুলো সহায়ক ছিল। কিন্তু স্পিনারদের জন্য খুব বেশি সহায়ক ছিল না। হরভজন বলেন, 'প্রথম দিন পেসাররা উইকেট পেয়েছে। কিন্তু দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ দিনে বল ঠিকমত পিচে আসেনি। এমন ধরনের পিচে স্পিনাররা সহায়তা পায় না, এমনকি শেষ দিনেও না। শেষ দিকে উইকেট পেতে তাদের লড়াই করতে হয়েছে। এটা কেবলমাত্র ব্যাটসম্যানদের জন্যই সহায়ক হয়েছে।' - বাসস/পিটিআই