নিউজিল্যান্ড ক্রিকেট দলের বরখাস্তকৃত অধিনায়ক রস টেইলর পুনরায় দলে ফিরলেন। সফরকারী ইংল্যান্ড দলের বিরুদ্ধে শুক্রবার ঘোষিত কিউইদের ওয়ানডে ও টি-২০ দলে রয়েছেন টেইলর। গত ডিসেম্বরের প্রথম দিকে টেইলরকে সরিয়ে দিয়ে নিউজিল্যান্ড দলের দায়িত্ব দেয়া হয় ব্রেন্ডন ম্যাককালামকে। এমনভাবে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার ক্ষোভে কিউই দলের সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে যাননি এই মুহূর্তে দেশের সেরা ব্যাটসম্যান টেইলর।
কোচ মাইক হেসন বলেন, ২৮ বছর বয়সী এ তারকা খেলোয়াড় পুনরায় জাতীয় দলে ফেরায় তিনি খুশী। তিনি বলেন, 'রস একজন বিশ্বমানের ব্যাটসম্যান। যে কিনা ব্ল্যাক ক্যাপ দলের মূল অংশ।'
দলের প্রধান নির্বাচক কিম লিটলজন বলেন, একটি স্থিতিশীল দলের উদ্দেশ্যে সীমিত ওভারের দলে নতুন মুখ মাত্র একজন—ওটাগোর ব্যাটসম্যান হামিশ রাদারফোর্ডকে টি-২০ দলে নেয়া হয়েছে। তিনি বলেন, 'ইনজুরির কারণে বাধ্য হয়েই দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। তবে এক সিরিজের দল থেকে পরবর্তী সিরিজের দলে আমরা ধারাবাহিকতা রাখতে চাই।'
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার এন্ড্রু এলিস। বুড়ো আঙ্গুলে ইনজুরির কারণে এন্ডারসনের পরিবর্তে দলে ফিরেছেন গ্র্যান্ট ইলিয়ট। ইংল্যান্ড দলের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আগামী মার্চে অনুষ্ঠেয় তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য পৃথকভাবে দল ঘোষণা করবে কিউইরা।—বাসস
ওয়ানডে দল:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, এন্ড্রু এলিস, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, মিশেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মুনরো, রস টেইলর, বি জে ওয়াটলিং, কেন উইলিয়ামসন।
টি-২০ দল:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ইয়ান বাটলার, গ্রান্ট ইলিয়ট, এন্ড্রু এলিস, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, রনিল হিরা, মিশেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, রস টেইলর।
সূচি:টি-২০ সিরিজ
ফেব্রুয়ারি ৯ : প্রথম টি-২০, ইডেন পার্ক, অকল্যান্ড।
ফেব্রুয়ারি ১২ : দ্বিতীয় টি-২০, সেডন পার্ক, হ্যামিলটন।
ফেব্রুয়ারি ১৫ : তৃতীয় টি-২০, ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়াম, ওয়েলিংটন।
ওয়ানডে সিরিজ
ফেব্রুয়ারি ১৭ :১ম ওয়ানডে, সেডন পার্ক, হ্যামিলটন।
ফেব্রুয়ারি ২০ :২য় ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার।
ফেব্রুয়ারি ২৩ :৩য় ওয়ানডে, ইডেন পার্ক, অকল্যান্ড।