ভালোবাসা দিবসে প্রচারের জন্য বিশেষ অনুষ্ঠান উপস্থাপন করলেন সাংবাদিক তামিম হাসান। 'ভালোবাসার রোদ-বৃষ্টি' শিরোনামের এ অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে প্রচার হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় পাঁচজন তারকা মেহজাবীন, ঈশানা, ফারিয়া, হাসিন ও পড়শী। অনুষ্ঠানে ভালোবাসা সম্পর্কে তারকারা তাদের ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা শেয়ার করেন।
এর আগে তামিম হাসান 'পাত্র চাই' ও 'পাত্রী চাই' নামে দুটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপন করেন। এ ছাড়া 'সেলিব্রেটি সিক্রেট' নামেও একটি বিশেষ অনুষ্ঠান বিভিন্ন বিশেষ দিন উপলক্ষে তিনি নিয়মিত উপস্থান করেন। আবারও নতুন অনুষ্ঠান উপস্থাপন সম্পর্কে তামিম হাসান বলেন, 'তারকাদের অনেক ব্যক্তিগত সুখ-দুঃখের খবরাখবর জানা হয়ে যায় একজন পেশাদার সাংবাদিকের। তারই কিছু অংশ টিভি দর্শকের সঙ্গে শেয়ার করাই এই অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য। পত্রিকার পাতায় যে খবর বা তারকাজীবনের সিক্রেটগুলো পুরোপুরি তুলে আনা সম্ভব হয় না, সে বিষয়গুলোই তারকারা এই অনুষ্ঠানের মাধ্যমে বলেছেন। ইস্রাফিল শাহীনও বেশ আন্তরিকতা নিয়ে এটি বানিয়েছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ দর্শকের তারকা সম্পর্কে কৌতূহল মিটবে বলে মনে করছি।'
'ভালোবাসার রোদ-বৃষ্টি' অনুষ্ঠানটি পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন সিলভানা সাদিয়া। প্রযোজনা করেছেন ইস্রাফিল শাহীন। অনুষ্ঠান সম্পর্কে একুশে টিভির ডিজিএম প্রোগ্রাম সিলভানা সাদিয়া বলেন, 'তামিম হাসান নিয়মিত একুশে টিভির জন্য বিশেষ কিছু অনুষ্ঠান উপস্থাপন করছেন। তার এসব অনুষ্ঠান নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে বলেই নতুন এ অনুষ্ঠানটি করা হয়েছে।
নতুন প্রজন্মের পাঁচজন তারকাকে নিয়ে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটি ভালোবাসা দিবসে টিভি দর্শকের দৃষ্টি দখলে রাখতে পারবে বলে আমার বিশ্বাস।'
'চার মাত্রার ভালোবাসা' শিরোনামের একটি খণ্ড নাটকও পরিচালনা করেছেন তামিম হাসান। নিয়মিত নাটক পরিচালনা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'এ অঙ্গনে ঠিক পেশাদার পরিচালকদের মতো ব্যস্ত হতে চাই না। তবে বিশেষ উত্সবে হয়তো মাঝেমধ্যেই নাটক নির্মাণ করব। পহেলা বৈশাখ উপলক্ষে দুটি খণ্ড নাটক নির্মাণের পরিকল্পনা করছি।'