শোবিজের রঙিন ভুবনে প্রতিভার জানান দিতেই নিজের নাম লিখিয়েছিলেন লাক্সতারকা তাসনোভা এলভিন। শুধু মডেলিং নয়, অভিনয়েও তার পাফর্ফমেন্স সবার নজর কেড়েছে। তার বর্তমান ও ভবিষ্যতের ভাবনা নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
মিডিয়ার প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই। এই আগ্রহের বহিঃপ্রকাশ ঘটাতে না পারলেও নিজেকে সামলে রেখেছেন দীর্ঘ সময়। আর সুযোগের প্রহর গুনেছেন মনের লালিত স্বপ্নপূরণে ঢাকায় বেড়ে ওঠা এই প্রতিভাময়ী কন্যা। তাই তো ২০১০ সালে প্রতিভাময়ীদের তারকা হওয়ার সবচেয়ে বড় প¬্যাটফর্ম লাক্স-চ্যানেলআই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান। নিজের মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে এলভিন শত শত তরুণীকে পেছনে ফেলে শীর্ষ বিশে নিজের জায়গা করে নেন। তার ভাষ্যে, 'লাক্সের অভিজ্ঞতা আসলে বুঝিয়ে বলতে পারবো না। আমার জীবনের সবচেয়ে ভালো অভিজ্ঞতা হলো লাক্স। ওখানে গিয়েই আমি নিজেকে নতুনভাবে আবিস্কার করি। বিশেষ করে গ্রুমিং সেশনটা ছিল অনেক শেখার। আমার মনে হয়, লাক্স থেকে বের হয়ে কেউ এই অভিজ্ঞতা ভুলতে পারবে না।' লাক্স তারকার তকমা নিজের নামের সাথে যুক্ত হওয়ার পর তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন আপন গতিতে। তার উলে¬খযোগ্য বিজ্ঞাপনচিত্রের মধ্যে রয়েছে-আরসিকোলা, প্রাণ, এয়ারটেল বিজয় প্রভৃতি। বর্তমানে বিপিএল-এর একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন। সেইসাথে সামনে এয়ারটেল-এর বড় একটি ক্যাম্পেইনে কাজের কথা চলছে। শুধু মডেলিং নয়, অভিনয়েও বেশ দক্ষ এই লাক্স সুন্দরী। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে-আহমেদ সুস্ময়ের পরিচালনায় 'নস্টালজিয়া ক্যাথেড্রেল', সৌভ রহমানের 'তিনি একজন সেফসাইডওয়ালা', তাহের শিপনের ধারাবাহিক নাটক 'এলিসিন ওয়ান্ডারল্যান্ড' প্রভৃতি। সামনে আরো বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন বলে জানালেন এলভিন। মডেলিং না অভিনয় কোনটি আপনার পছন্দের-এমন প্রশ্নের জবাবে এলভিন বলেন, 'মডেলিং আমাকে চুম্বকের মত টানে আর অভিনয় হল ভালোবাসা। ভবিষ্যতে একজন ভাল অভিনেত্রী হতে চাই।' তিনি বলেন, 'আমার কাজের পরিবারের থেকে অনেক উত্সাহ ও সহযোগিতা পেয়েছি। সেই জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। পরিবারের সহযোগিতা ছাড়া মিডিয়াতে কাজ করা অনেক কষ্ট। আর আমার প্রতি তাদেরও একটা আস্থা আছে। তারা ভালভাবেই জানেন তাদের মেয়ে এমন কিছু করবেন যাতে তারা মনে কষ্ট পান।' প্রতিভাময়ী এই কন্যা বর্তমানে বেসরকারি ইউনিভার্সিটি এআইইউবি'তে পড়ছেন। চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা আছে কিনা জানতে চাইলে এলভিন বলেন, 'অবশ্যই ইচ্ছা আছে। আর প্রায়ই চলচ্চিত্রে অভিনয়ের অফার আসে। তবে ব্যাটে বলে মিলছে না। আগামীতে ভালো গল্প, ভালো পরিচালক পেলে চলচ্চিত্রে কাজ করতে আমার কোনো সমস্যা নেই।' মেকআপ হেয়ারোবিক্স