We use cookies to tailor your experience, measure site performance and present relevant advertisements. By clicking the 'ok' button, you agree that cookies can be placed in accordance with our
Privacy Policy.
সরকার 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২' পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের ২৪টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২ প্রদান করা হবে।
পুরস্কারপ্রাপ্তরা হলেনঃ আজীবন সম্মাননা খলিল উল্লাহ খান। 'উত্তরের সুর' চলচ্চিত্র প্রযোজনার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজকের পুরস্কার পাচ্ছেন ফরিদুর রেজা সাগর। 'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পাচ্ছেন হুমায়ূন আহমেদ। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ইমন সাহা, (ঘেটুপুত্র কমলা)। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান (খোদার পরে মা)। পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা এটিএম শামসুজ্জামান (চোরাবালি)। খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা শহীদুজ্জামান সেলিম (চোরাবালি), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান (চোরাবালি), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ (উত্তরের সুর), শ্রেষ্ঠ শিশুশিল্পী মামুন (ঘেটুপুত্র কমলা), শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার মেঘলা (উত্তরের সুর)। শ্রেষ্ঠ কাহিনীকার শাহনেওয়াজ কাকলী (উত্তরের সুর), শ্রেষ্ঠ চিত্র নাট্যকার হুমায়ূন আহমেদ (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা রেদওয়ান রনি (চোরাবালি), শ্রেষ্ঠ গায়ক পলাশ (খোদার পরে মা)। শ্রেষ্ঠ গায়িকা রুনা লায়লা (তুমি আসবে বলে), শ্রেষ্ঠ গীতিকার মিল্টন খন্দকার (খোদার পরে মা), শ্রেষ্ঠ সুরকার ইমন সাহা (পিতা), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (চোরাবালি), শ্রেষ্ঠ সম্পাদক ছলিম উল্লাহ ছলি (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শিল্প নিদের্শক কলমতর ও উত্তমগুহ (রাজা সূর্য খাঁ), শ্রেষ্ঠ মেকাপম্যান খলিলুর রহমান (ঘেটুপুত্র কমলা) ও শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এসএম মাঈনুদ্দিন ফুয়াদ (ঘেটুপুত্র কমলা)। -প্রেস বিজ্ঞপ্তি