ফুলবাড়িতে উত্সবমুখর পরিবেশে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
উত্সবমুখর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়িতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম মওলা রঞ্জু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিরু সামসুন নাহারকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। গত ৮ ফেব্রুয়ারি স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন আহম্মেদ, মো. তৈয়ব চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আতাউর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুদর্শন পালিত, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাসুদুর রহমান মাসুদ, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিলটন, আশরাফুল আলম ডাবলু, কার্যকরী সদস্য- মো. গোলাম মোস্তফা, যুবলীগের সভাপতি মো. খাজা মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মওলা রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।