
গুজবটা ছিল অনেকদিন থেকেই। তবে গুজব আকারেই ছিল খবরটি। কারণ, ইন্টেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারপরেও আলোচনা থেমে ছিল না প্রযুক্তি বিশ্বজুড়ে। খবরটা ইন্টেলের ইন্টারনেটনির্ভর টেলিভিশন সার্ভিস সংক্রান্ত। এ বিষয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে ইন্টেল। আর তাতে করে জানা গেছে, এটি নিছক গুজব নয়, সত্য খবরই বটে। ইন্টারনেটনির্ভর টেলিভিশন সার্ভিস নিয়ে কাজ করছে ইন্টেল আর সেই সার্ভিসকে এই বছরেই বাজারে নিয়ে আসার বিষয়ে আশাবাদী তারা। এই সার্ভিসটি মূলতই হবে সেট-টপ বক্সনির্ভর। এ বিষয়টি সকলের সামনে পরিস্কার করে তুলে ধরেছেন ইন্টেল মিডিয়ার কর্পোরেট ভিপি এবং জিএম এরিক হাগারস। তিনি জানান, 'আমরা প্রায় এক বছর ধরে কাজ করে যাচ্ছি ইন্টেল মিডিয়া প্রতিষ্ঠা করার জন্য। ইন্টেল মিডিয়া মূলত ইন্টেলের নতুন একটি বিভাগ যেখানে ইন্টেলের বাইরের অনেক মানুষকেই আমরা এখানে জড়িত করেছি। অ্যাপল, গুগল, নেটফ্লিক্স, বিবিসি'র মতো প্রতিষ্ঠান থেকে আমরা জনবল নিয়োগ করেছি এখানে। আমাদের মূল লক্ষ্য ছিল একটি ইন্টারনেটনির্ভর টেলিভিশন প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমাদের মনে হয়েছে, এই বিষয়ে যাদের আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে, তাদের অনেকেই এই বিষয়ে প্রকৃত সেবাটি দিতে পারেনি।' নিজেদের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, 'আমরাই প্রথম গ্রাহকদের কাছে সম্পূর্ণ নতুন কিছু সেবা উপস্থাপন করতে যাচ্ছি। আমরা সম্পূর্ণ নতুন একটি ইলেকট্রনিক পণ্য সবার কাছে নিয়ে আসতে চাই নতুন একটি ব্র্যান্ডের অধীনে। এটি ইন্টেলের সাথে সম্পর্কযুক্ত হলেও এটি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানার জন্য আরও অপেক্ষা করতে হবে। তবে এটুকু বলা যায়, ইন্টেল-পাওয়ারড এই ডিভাইসটি ডিজাইনের দিক থেকেও হবে সুন্দর। এটি মূলতই হবে একটি টেলিভিশন সার্ভিস, যা এখনকার টেলিভিশন সার্ভিসগুলোর চাইতে অনেক বেশি কর্মক্ষম এবং অনেক বেশি ফিচারসম্পন্ন।' এই টেলিভিশন সার্ভিসের কথা স্বীকার করলেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাননি হাগারস। তবে তার সাথে আলোচনায় জানা গেছে, এই সেট-টপ বক্সের সাথে ক্যামেরাও থাকছে। দামের দিক থেকেও এটি কম হবে না বলেই জানিয়েছেন তিনি। তবে সেবাটা সবার চাইতে আলাদাই হবে।