১৪ ফেব্রুয়ারি আমেরিকা, ইংল্যান্ড, কানাডাসহ পৃথিবীর অধিকাংশ দেশে পালিত হয়ে আসছে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার দিবস। এ দিনে প্রিয়জনকে ফুল, মিস্টি, চকলেটসহ অন্যান্য উপহার দিয়ে থাকেন সবাই। সেই উপহারগুলোর মধ্যে সবথেকে বেশি প্রাধান্য পায় কার্ড। সবাই রোমান্টিক সব কার্ডের খোঁজ করেন প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য। ভালোবাসা দিবসের এই কার্ড নিয়ে আয়োজনটি করেছেন প্রাঞ্জল সেলিম
কিংবদন্তি আছে যে সেইন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে এ দিনের নামকরণ। খ্রিস্টান এবং রোমান ঐতিহ্য লুকিয়ে আছে এই দিনের পিছনে। ক্যাথলিক চার্চ অনুযায়ী কমপক্ষে তিনজন সেইন্ট ভ্যালেন্টাইনের নাম পাওয়া যায়। এই তিনজনের প্রত্যেকেই শহীদ হন। প্রচলিত একটি ধারণা হলো যে সেইন্ট ভ্যালেন্টাইন তৃতীয় শতাব্দীতে রোমে বাস করতেন। তখনকার রোমান সম্রাট ক্লডিয়াস-২ বিশ্বাস করতেন যে বিবাহিত পুরুষেরা ভালো যোদ্ধা হয় না। তিনি ফরমান জারি করেন যে যুবকেরা বিয়ে করতে পারবে না। সেইন্ট ভ্যালেন্টাইন এই অন্যায় মেনে নিতে পারেননি। তিনি সম্রাটের ফরমান অগ্রাহ্য করে গোপনে যুবক-যুবতীর বিয়ে দিতে থাকেন। সম্রাট তা জানতে পেরে সেইন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
এরপর থেকে প্রতিবছরই জাঁকজমতপূর্ণভাবে পালন করা হয় এই দিনটি। এই দিনে সবাই তাদের প্রিয়জনকে নানা ধরনের উপহার দিয়ে থাকেন। উপহারগুলো মধ্য থেকে কার্ডটাকেই সবাই বেছে নেয়। কারণ, এই কার্ডের মাধ্যমে যেমন একই সাথে নিজের মনের কথাটি জানিয়ে দেওয়া যায় তেমনি ভালোবাসার দেওয়া গিফটটা শোভা পায় মনের মানুষের ঘরে কিংবা ঘরের দেওয়ালে। ভালোবাসার মানুষের দেওয়া গিফট সংগ্রহেও রাখেন অনেকে। আর তাই এই কার্ডটি একটু বৈচিত্র্যপূর্ণ না হলেই যেন নয়। এই দিনের জন্য বিভিন্ন দোকানগুলোতেও নানা ধরনের কার্ড যেন পসরা সাজিয়ে বসে থাকে। প্রিয়জনকে যা-ই উপহার দিই, তার সঙ্গে যদি কিছু ভালো লাগার মতো কথা লিখে দেওয়া যায়, তবে তো কথাই নেই। অনেকের কাছে, ভালোবাসা দিবসে যদি মনের মধ্যে জমে থাকা না-বলা কথা মুখে না বলতে পারি, তাই কার্ডের মধ্যে লিখে জানানোর জন্য এই প্রস্তুতি। না-বলা কথাগুলো কার্ডের মধ্য দিয়ে প্রিয়জনকে সহজে জানানো যায়। পাওয়া যাচ্ছে নানা রঙের কার্ড। নীল, সাদা, হলুদ, লাল, ভালোবাসা দিবসের উপহার হিসেবে লাল রং ও লাল শেডের রঙকে নির্বাচন করুন। নানা রঙের কার্ড থাকলেও লাল রঙের কার্ড ভালোবাসার প্রতীক। সব কার্ড সবার জন্য নয়, তাই দিবসের কথা মাথায় রেখে কার্ড কিনুন। বাজারে নানা ধরনের রং, নানা বাণী, কবিতার লাইন, মনীষীদের উক্তি, গানের লাইন সংবলিত কার্ড পাওয়া যায়। হলমার্ক, আরচিস ছাড়াও বাজারের অন্যান্য দোকানে ভালোবাসার কার্ড পাওয়া যায়। নানা আকারে না-বলা হাজারো কথা লেখা থাকে সেগুলোতে। সুতরাং বোঝাই যাচ্ছে, প্রিয়জনকে কার্ড উপহার দেওয়া মানে প্রিয়জনের হাসিমুখ দেখা।