গত এশিয়া কাপের ফাইনালে এই এনামুল, সাকিবদের ২ রানের কান্না এখনও মানুষের স্মৃতি থেকে হারিয়ে যায়নি। এর মধ্যে আরেকটি ২ রানের কান্না দেখলো বাংলাদেশ। মজার ব্যাপার, এবারও সেই ম্যাচের মতো শেষ ওভারের আম্পায়ারিং নিয়ে কিছু ক্ষোভ, হতাশা রয়ে গেল। তবে পার্থক্য হল, সেটা ছিল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ; কান্নাকে হাসিতে পরিণত করার আর সুযোগ ছিল না। এবার বাংলাদেশ এই কান্নার স্মৃতিকে আজই হাসিতে বদলে দেওয়ার একটা সুযোগ পাচ্ছে।
আর এই হাসি ফেরানোর চ্যালেঞ্জ নিয়েই আজ টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজও স্থানীয় সময় ৫টা থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও মাছরাঙ্গা টেলিভিশন।
এই ম্যাচ খেলতে নামার আগে অবশ্যই বাংলাদেশের বড় অনুপ্রেরণা শ্রীলঙ্কার বিপক্ষে বুধবারেরটি সহ সর্বশেষ দু ম্যাচেই কাছে গিয়ে হারার স্মৃতি। এই দুটি ম্যাচই বলছে, আরেকটু ব্যবধানটা কমাতে পারলেই শ্রীলঙ্কাকে এই ফরম্যাটেও নিয়মিত হারানো সম্ভব। গতকাল অনুশীলনে এসে সেই আশার কথাই শুনিয়ে গেছেন গত ম্যাচের নায়ক এনামুল হক বিজয়। আজ তারা পুরোনো স্মৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে এবং হতাশাটা ঝেড়ে ফেলে জয় নিয়েই মাঠ ছাড়তে চান।
এই জয় পাওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের স্কোয়াডকে চূড়ান্ত করে ফেলার জন্যও আজ শেষ সুযোগ বিশ্বকাপের আগে। ফলে এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন এনে বাংলাদেশ ম্যানেজমেন্ট এই ফরম্যাটের জন্য দলটা গুছিয়ে ফেলতে চায়। এই বিবেচনাতেই আজ দল থেকে বাদ পড়তে পারেন মিথুন আলী। তার জায়গায় অভিষেক হয়ে যাওয়ার কথা সাব্বির রহমান রুম্মনের। যেহেতু মুশফিক দলে ফিরলে বাড়তি বিশেষজ্ঞ উইকেটরক্ষক রাখা হবে না, সে জন্য মিথুনের পেছনে বাজিটা ধরতে চাচ্ছে না আজ ম্যানেজমেন্ট। বিকল্প উইকেটরক্ষক এনামুল হক বিজয় ভালো ফর্মে থাকায় তাকেই আজ দায়িত্ব দেওয়া হতে পারে উইকেট সামলানোর জন্য।
এই দুই তরুণের জায়গা বদল ছাড়াও কিছু পরিবর্তন আসার কথা দলে। সোহাগ গাজীকে আজ পরীক্ষামূলকভাবে দলের বাইরে রাখার সম্ভাবনা আছে। সে জায়গায় আবার একাদশে ফিরতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই অলরাউন্ডারের জায়গা বদলেও একাদশের মূল ফরম্যাটে পরিবর্তন আসছে না। সেটা আসবে যদি ফরহাদ রেজা বা রুবেল হোসেনকে বসিয়ে মুমিনুলকে দলে ঢুকিয়ে ফেলা হয়। ব্যাটিং লাইনআপ লম্বা করে তিন পেসার থেকে সরে আসার জন্য এই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশ জোরালো। সে ক্ষেত্রে ফরহাদ রেজা ও রুবেলের লড়াইয়ে রুবেলই বাইরে থেকে যেতে পারেন।
চট্টগ্রামের উইকেটকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ দল যখন আরও ব্যাটিং শক্তিশালী করার বিবেচনা করছে, তখন শ্রীলঙ্কাও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ শেষবারের মতো পরীক্ষা করে নিতে চায় কয়েকজন তরুণকে। ঠিক কাদের বাদ দেওয়া হবে, এটা পরিষ্কার নয়। তবে আসান প্রিয়াঞ্জন ও অ্যাঞ্জোলো পেরেরা আজ সুযোগ পেতে পারেন। দারুণ ফর্মে থাকা এই দুই তরুণকেই বিশ্বকাপ স্কোয়াডের জন্য বিবেচনায় রেখেছেন নির্বাচকরা।
দু' দলেরই মাথায় বিশ্বকাপ; তবে বাংলাদেশের মাথায় নিশ্চয়ই আজ আগে ম্যাচ জিতে হাসিটা ফেরানোর লক্ষ্য থাকবে।